বাগদা, 16 জানুয়ারি: সোমবার উত্তর 24 পরগনার বাগদা বিধানসভায় (Bagdah Assembly) বাঁশঘাটা এলাকায় দিদির দূত কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন বিশ্বজিৎ দাস বাঁশঘাটায় গেলে স্থানীয়রা এলাকার উন্নয়ন নিয়ে তাঁকে বিভিন্ন অভাব অভিযোগ জানাতে শুরু করেন। অভিযোগ শুনে তাঁদের সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি।
তখনই বাঁশঘাটার রামপদ মণ্ডল নামে এক ব্যক্তি প্রশ্ন করেন, আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। ভোটে জেতার পর আবার তৃণমূল চলে গিয়েছেন। আপনাকে অসুবিধার কথা কী করে বলব। প্রশ্ন শুনে কিছুটা বিড়ম্বনায় পড়ে যান বিশ্বজিৎ দাস। এরপরই ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়। যদিও পরবর্তীতে নিজেই পরিস্থিতি সামাল দেন।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপদ বলেন, "তিনি এবং এলাকার মানুষ সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।" বিশ্বজিৎ দাসের আশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বজিৎ দাস ভোটে জেতার পর তৃণমূলে চলে গিয়েছেন। ওনাকে কী করে বিশ্বাস করব।" এ প্রসঙ্গে বিশ্বজিৎ দাস জানান, এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছেন ৷ ওই ব্যক্তিও পেয়েছেন। কিন্তু কিছু মানুষ থাকে বিরোধিতা করার জন্য। দল পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "বিধায়ক কোনও দলের হয় না।"