আমডাঙা, 9 অগস্ট: আবারও আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তকে একহাত নিলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আর তা করতে গিয়ে আইসি'র বিরুদ্ধে কার্যত বিস্ফোরক অভিযোগ করেছেন শাসকদলের এই বিধায়ক (TMC MLA accused IC as stockist of heroin)। তিনি বলেন, "আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত গাঁজা, হেরোইন ব্যবসা করেন। তাঁর কাছ থেকেই মদ, গাঁজা এবং হেরোইনের ডিলাররা মাদক দ্রব্য নিয়ে গিয়ে বিক্রি করে আমডাঙার বিভিন্ন এলাকায় । আইসি-র প্রত্যক্ষ মদতেই মদ, গাঁজা, হেরোইন কারবারিরা দাপিয়ে বেড়াচ্ছে এখানে । দেখেও পুলিশ চোখ বন্ধ করে বসে রয়েছে । কারণ মাদক কারবারিদের কাছ থেকে তাঁরা মাসোয়ারা নেয় ।"
এই আইসি যতদিন আমডাঙা থানার দায়িত্বে থাকবেন, ততদিন আমডাঙায় শান্তি ফিরে আসবে না বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূল বিধায়ক । তবে এবারই প্রথম নয়, আগেও বিভিন্ন সময়ে আমডাঙা থানার আইসি-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এলাকায় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান । এলাকার নিরাপত্তা ব্যবস্থা হোক কিংবা অপরাধ ঠেকাতে আইসি-র ভূমিকা, প্রতি ক্ষেত্রেই শাসকদলের বিধায়কের নিশানায় সরাসরি ছিলেন আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত । এবার মাদকের বাড়বাড়ন্ত নিয়ে আইসি-কে আক্রমণ করতে গিয়ে রীতিমতো পুলিশ-মাদক কারবারী আঁতাতের বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল বিধায়ক।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত মাদক কারবারীদের হাতে হাট মালিকের ছেলের আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে । অভিযোগ, সে আমডাঙা হাট চত্বরে চলা মাদক কারবারের প্রতিবাদ করেছিলেন । সেই কারণে মাদক মাফিয়ারা ওই প্রতিবাদকারীকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় । ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে দারিয়াপুর বাজারের কাছে নৈহাটি-হাবরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার লোকজন । মাদক দ্রব্যের কারবারে লাগাম টানতে আমডাঙা থানায় স্মারকলিপিও জমা দেওয়া হয় স্থানীয়দের তরফে । এরপরই পুলিশ এক মাদক দুষ্কৃতীকে গ্রেফতার করে আমডাঙা থানা এলাকা থেকে ।