হাবড়া, 27 ফেব্রুয়ারি:পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় রান্নার গ্য়াসের সিলিন্ডার রেখে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা কর্মীরা ৷ ঘটনা ঘিরে অশান্তি ছড়ায় হাবড়া স্টেশন লাগোয়া যশোর রোডে ৷ অবরোধ তুলতে এসে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ ৷ পরে অবশ্য বিক্ষোভকারীদের হটিয়ে যানচলাচল স্বাভাবিক করে তারা ৷
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত সাধারণ মানুষ ৷ যেভাবে নিত্যদিন পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে, তাতে টান পড়েছে আমজনতার হেঁসেলে। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ৷ এই ইস্যুতে আমজনতার আবেগকে কাজে লাগাতে মরিয়া রাজ্যের শাসকদল ৷ তাই লাগাতার আন্দোলনের পথে হেঁটে কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে তারা ৷
শুক্রবার দুপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনার হাবড়া স্টেশনর কাছে যশোর রোড অবরোধ করেন তৃণমূলের মহিলা কর্মীরা ৷ রাস্তায় রান্নার গ্য়াসের সিলিন্ডার রেখে শুরু হয় বিক্ষোভ ৷ এর জেরে প্রায় আধঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড ৷ তৈরি হয় ব্যাপক যানজট ৷