পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road accident : মদ্যপ অবস্থায় 2 সিভিক ভলান্টিয়ারকে গাড়ির ধাক্কা, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারল কদম্বগাছি পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে স্বদেশ মণ্ডল ৷ সেই সঙ্গে তার আরও 3 বন্ধুকে পুলিশ গ্রেফতার করেছে ৷ অভিযোগ গতকাল রাতে নাকাতল্লাশির সময় পুলিশের হাত থেকে বাঁচতে জোরে গাড়ি চালিয়ে পালাতে যায় তারা ৷ সেই সময় এই ঘটনাটি ঘটে ৷

TMC Leader son Arrest for hit and run case in Barasat North 24 pargana
মদ্যপ অবস্থায় 2 সিভিক ভলান্টিয়ারকে গাড়ি দিয়ে ধাক্কা, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

By

Published : Aug 30, 2021, 7:42 PM IST

বারাসত, 30 অগস্ট : মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ছেলের বিরুদ্ধে ৷ গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারাসতের টাকি রোডে ৷ উপপ্রধানের ছেলে সহ 4জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হল স্বদেশ মণ্ডল, রফিক আলি, আজম আলু এবং সচিন দাস । এরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ । সেই অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে তারা । তখনই দুই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা দেয় গাড়িটি । তাতে আহত হন দুই সিভিক ভলান্টিয়ার ৷ তবে, পুলিশি তৎপরতায় ধরা পড়ে যায় গাড়িটি ৷

জানা গিয়েছে, জন্মাষ্ঠমী উপলক্ষ্যে পূণ্যার্থীদের চাকলা এবং কচুয়া যাওয়া আটকাতে রবিবার রাত থেকেই টাকি রোড এবং 34 ও 35 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল পুলিশের তরফে । সেই সময় কয়রা কদম্বগাছির দিক থেকে টাকি রোড ধরে একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে আসছিল বারাসতের দিকে । তখনই চাপাডালি মোড়ের কাছে গাড়িটিকে আটকায় পুলিশ ৷ গাড়ির ভিতর তখন কদম্বগাছি পঞ্চায়েতের উপপ্রধান সুনীল মণ্ডলের ছেলে স্বদেশ মণ্ডল সহ মোট চারজন ছিল । জিজ্ঞাসাবাদ করার সময় গাড়ির চালক সহ আরোহীদের প্রত্যেকের মুখ থেকে মদের গন্ধ পান পুলিশ কর্মীরা । এর পর সবাইকে গাড়ি থেকে নেমে আসতে বলা হয় ।

আরও পড়ুন : Post Poll Violence : নির্যাতিতার বাড়িতে শান্তিনিকেতন থানার ওসিকে ঢুকতে দিল না সিবিআই

অভিযোগ, তখনই পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি জোরে চালিয়ে পালানোর চেষ্টা করে চালক । সেই সময় গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে আহত হন কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার ৷ এর পরেই পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে ৷ সেই সঙ্গে গাড়ির ভিতরে থাকা উপপ্রধানের ছেলে সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, পুলিশের উপর হামলা সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যের গাফিলতিতে জঙ্গিদের আশ্রয়স্থল বাংলা, অভিযোগ দিলীপের

আহত সিভিক ভলান্টিয়ারদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে তৃণমূল নেতার ছেলে গ্রেফতার হতেই বিষয়টি নিয়ে আসরে নামে গেরুয়া শিবির ৷ এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । বিষয়টি নিয়ে কদম্বগাছি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুনীল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঠিক কি ঘটেছে তা তাঁর জানা নেই । গভীর রাতে ছেলের গ্রেফতারের খবর পেয়েছেন । আইন আইনের মতো চলবে বলে জানিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details