পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্দল প্রার্থী থেকে সোজা তৃণমূলের পঞ্চায়েত প্রধান! নিহত শাসক-নেতা রূপচাঁদের‌ জীবন যেন বলিউডি থ্রিলার - Rise and Fall of Killed

Rise and Fall of TMC leader Rupchand Mondal: আমডাঙার তৃণমূল পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডলের খুনের নেপথ্যে উঠে আসছে নানা তথ্য ৷ শোনা যাচ্ছে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাও ৷ তবে রাজনৈতিক মঞ্চে তাঁর উথ্বান চমকে দেওয়ার মতোই।

ETV Bharat
রূপচাঁদ মণ্ডল

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 6:44 AM IST

Updated : Nov 18, 2023, 10:45 AM IST

আমডাঙা, 17 নভেম্বর: সম্প্রতি খুন হয়েছেন আমডাঙার তৃণমূল পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডল ৷ পঞ্চায়েতে নির্দল প্রার্থী হয়ে জিতে শাসকদলে ভিড়তেই দাপট বাড়তে শুরু করে রূপচাঁদের‌ । তাঁর দাপট এতটাই ছিল যে একসময় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত । এলাকায় কান পাতলেই শোনা যায় এইসব তথ্য ! নিন্দুকেরা অনেকেই বলেন, এলাকায় তাঁর একচ্ছত্র আধিপত্যে দাঁত ফোটাতে পারছিলেন না দলেরই অপর গোষ্ঠীর লোকজন ।

একদিকে, এলাকায় রূপচাঁদের জনপ্রিয়তা । অন‍্যদিকে, দাপুটে এই তৃণমূল নেতার এলাকা নিয়ন্ত্রণের ক্ষমতা দিনদিন বাড়ায় কার্যত কোনঠাসা হয়ে পড়েছিলেন বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন । ফলে, দলীয় নেতা রূপচাঁদ মণ্ডলের‌ প্রভাব প্রতিপত্ত মন থেকে কিছুতেই মানতে পারছিলেন না তৃণমূলেরই একটা বড় অংশ, সূত্র মারফৎ এমনই জানা গিয়েছে ৷

তাই প্রশ্ন উঠছে, তাহলে কি দলেই ক্রমশ তাঁর শত্রু বাড়ছিল ? সেই কারণেই কি পথের কাঁটা সারাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হল ? নাকি অন্য কোনও রহস্য রয়েছে এর পিছনে ? এই প্রশ্নের উত্তরই এখন খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।

এদিকে, তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের‌ উত্থান এবং আধিপত্য রোমাঞ্চে ভরা !পাঁচ বছর আগেও আমডাঙার সোনাডাঙা-তে এক চিলতে বাড়িতে পরিবার নিয়ে কোনও রকমে সংসার চালাতেন তিনি । সংসারের হাল ধরতে একসময় জমি বেচাকেনার পেশা বেছে নেন। হাতে আসতে থাকে কাঁচা পয়সা । এরপর থেকেই রূপচাঁদের যশ, আধিপত্য বাড়তে শুরু করে এলাকায় । রাতারাতি পাকা বাড়িও বানিয়ে ফেলেন তিনি । তবে,শাসকদলে নাম লেখানোর আগে পর্যন্ত রূপচাঁদ সেই অর্থে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না । এলাকার লোকজনের জোরাজুরিতে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙার সোনাডাঙার 95 নম্বর বুথ থেকে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি । সেই ভোটে নির্দল প্রার্থী হয়ে জিতেও যান রূপচাঁদ । এর কিছুদিনের মধ্যেই তৃণমূলে ভিড়ে যায় তিনি ।

2023 সালের পঞ্চায়েত নির্বাচনে সেই বুথ থেকেই শাসকদলের প্রতীকে জিতে তিনি নির্বাচিত হন পঞ্চায়েত প্রধান পদে । তবে, সেই পঞ্চায়েত প্রধান পদ নিয়েও বিতর্ক কম হয়নি । দলের হুইপ অমান্য করে ভোটাভুটি করিয়ে আমডাঙার পঞ্চায়েতের প্রধান পদে বসেন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল । তা নিয়ে তৃণমূল নেতার সমালোচনা করতে দেখা গিয়েছিল আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে ।

সূত্রের খবর, প্রথম দিকে তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল বিধায়কের ঘনিষ্ঠ হলেও পরে ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের কাছের লোক হয়ে ওঠেন । রূপচাঁদ যে তাঁর কতটা বিশ্বস্ত সেনাপতি ছিলেন তা শোনা গিয়েছে খোদ সাংসদের মুখেই । তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হতে হল প্রভাবশালী এই তৃণমূল নেতাকে ? এর উত্তর লুকিয়ে রয়েছে তৃণমূলের অন্দরেই । এমনটাই মত বিশেষজ্ঞ মহলের ।

এদিকে,পঞ্চায়েত প্রধান পদ হাতে আসতেই তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের‌ দাপট এবং জমি-বাড়ি কারবারের নিয়ন্ত্রণ ক্ষমতাও বাড়তে থাকে সমানতালে । হাতে আসতে থাকে কাঁচা টাকা। সেই টাকার একটা অংশ তিনি জনমানসের সেবায় নিয়োজিত করতেন বলেই সূত্রের খবর । ফলে এলাকার লোকজনের কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল ছিলেন ভগবানের মতো । বোমা মেরে সেই পঞ্চায়েত প্রধানকে খুনের জেরে এখন ক্ষোভে ফুসছেন এলাকার লোকজনই ।

দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি খুনিদের কড়া শাস্তির দাবিতেও সরব হয়েছেন তাঁরা । শুক্রবার বিকেলে নিহত তৃণমূল নেতার দেহ ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মীরা । এনিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায় সোনাডাঙা এলাকায় ।পরে,পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির সামাল দেওয়া হয় । অন‍্যদিকে, আমডাঙা খুনকাণ্ডে ধৃত আনোয়ার হোসেনকে শুক্রবার দুপুরে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

আরও পড়ুন

  1. তৃণমূল প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে প্রবল হচ্ছে শাসকের গোষ্ঠী কোন্দল, ক্ষুব্ধ অর্জুনও
  2. পোস্তায় কার পার্কিং অবৈধ, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর নিশানায় বন্দর কর্তৃপক্ষ
  3. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
Last Updated : Nov 18, 2023, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details