খড়দা, 14 অগস্ট : খড়দায় গুলি করে খুন করা হল এক তৃণমূল নেতাকে ৷ মৃতের নাম রণজয় শ্রীবাস্তব (42) ৷ তিনি খড়দার প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ৷ রণজয় তৃণমূলের হিন্দি সংগঠনের নেতা ছিলেন ।
গতরাতে 11 টা 30 মিনিট নাগাদ নীল রঙের একটি গাড়ি করে রণজয় যাওয়ার সময় খড়দা থানার বাগদি পাড়া এলাকায় গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । গাড়ি বেসামাল হয়ে যাওয়ায়, প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি ৷ সেই সময়ই গুলিবিদ্ধ হন ওই নেতা । গুলি গিয়ে তাঁর বুকে লাগে ।