বনগাঁ, 29 জুন : অবশেষে চাপের মুখে ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য । আমফান দুর্গতদের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । উত্তর 24 পরগনা জেলার বনগাঁর ঘটনা । স্থানীয় ঘাটবাঁওড় পঞ্চায়েতের সদস্য তিনি । নাম মানস ভট্টাচার্য ।
আমফান দুর্গতদের ক্ষতিপূরণের টাকা নিয়ে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে । আর এর জেরে প্রায় নিত্যদিনই বিভিন্ন পঞ্চায়েত ও BDO অফিসের বাইরে বিক্ষোভ অব্যাহত । বিক্ষোভের আঁচ পৌঁছায় নবান্ন পর্যন্তও । পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "প্রকৃত ক্ষতিগ্রস্তদের স্বচ্ছ তালিকা তৈরি করা হবে । ক্ষতিগ্রস্ত না-হয়েও যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে । আর এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন ।" প্রশাসনিক আধিকারিকদের সেই নির্দেশ কঠোর হাতে নিয়ন্ত্রণ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার একটি ফর্ম তৈরি করা হয়েছে । সেই ফর্ম পূরণ করে ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে পারবেন । ক্ষতিপূরণের টাকা পেয়ে এতদিন চুপচাপ ছিলেন ঘাটবাঁওড় পঞ্চায়েতের সদস্য মানসবাবু । অবশেষে চাপের মুখে পড়ে তিনি টাকা ফেরত দিলেন তিনি । তিনি BDO-র কাছে গিয়ে চেকের মাধ্যমে টাকা ফেরত দিয়েছেন ।