হাবড়া, 21 জুলাই : একুশে জুলাইয়ের আগে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল হাবড়া শহরে । তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক রাজীব সরকার । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাবড়া থানার হাটথুবা ঘোষপাড়া এলাকায় । অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । এলাকার বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 21 জুলাই শহিদ দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে বেশকিছু বিজেপি কর্মী-সমর্থক । এই বিষয়ে হাবড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন তৃণমূল নেতা রাজীব সরকারের ফোন আসে । ফোনে কথা বলার জন্য বাইরে বেরিয়ে যান তিনি। অভিযোগ, সেই সময় উল্টোদিকের একটি জঙ্গল থেকে এক যুবক কোমর থেকে রিভলবার বার করে রাজীববাবুকে লক্ষ্য করে গুলি করে । বন্দুক বার করছে দেখে ছুটে গিয়ে ঘরের ভিতরে ঢুকে যান রাজীববাবু । লক্ষ্যভ্রষ্ট হয় গুলি । গুলির শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ । যদিও ততক্ষণে পালিয়ে যায় ওই যুবক । রাজীব সরকার জানান, এলাকায় বিজেপির পায়ের নিচের মাটি সরে যাচ্ছে । কর্মীরা একে একে তৃণমূলে যোগদান করছে । সেই কারণেই বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে । এগুলি করার পিছনে বিজেপির মদত রয়েছে ।