বসিরহাট, 8 অক্টোবর : প্রথমে এলোপাথাড়ি কোপ । তারপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ও বুকে গুলি । রাস্তার উপর তৃণমূলের দাপুটে নেতাকে খুন করে পালাল আততায়ীরা । আটকাতে গিয়ে জখম হয়েছেন নেতার এক সঙ্গী ৷ নিহতের নাম মোফাজ্জল হক ওরফে আকু (42) । জখম এই তৃণমূল নেতাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের চাঁপাপুকুর পঞ্চায়েতের রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় । কেন ওই তৃণমূল নেতাকে এভাবে হত্যা করা হল সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি । খুনের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
জানা গিয়েছে, নিহত তৃণমূল নেতা মোফাজ্জল হকের বাড়ি বসিরহাটের মাটিয়ার আকিপুরে । গতকাল রাত সাড়ে দশটা নাগাদ চাঁপাপুকুর থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি । বাইকের পিছনে ছিলেন তৃণমূল কর্মী হাফিজুর গাজি । রাজাপুর বাজারের কাছে তৃণমূল নেতার পথ আটকায় 8-10 জন দুষ্কৃতী । কিছু বুঝে ওঠার আগেই মোফাজ্জলকে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুষ্কৃতীরা । মোফাজ্জলকে বাঁচাতে যান হাফিজুর । দুষ্কৃতীদের রোষ গিয়ে পড়ে তাঁর উপরেও । ওই তৃণমূল কর্মীকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ৷ যাওয়ার আগে দুষ্কৃতীরা তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় ও বুকে কয়েক রাউন্ড গুলি করে ৷ বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা মোফাজ্জল ও হাফিজুরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান । সেখানেই মোফাজ্জলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । আহত তৃণমূলকর্মীরও শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক । রাতেই বসিরহাট জেলা হাসপাতাল থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷