ঠাকুরনগর, 13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছেন না বলে জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । তিনি বলেন, "এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি । পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নিয়েও বিলে কিছু বলা হয়নি ।"
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ মতুয়াদের দাবি পূরণ করা হয়নি বলেই মত তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের । যদিও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি ৷ ফলত দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মমতাবালা ৷ তিনি বলেন, "আমি তৃণমূলে ছিলাম তৃণমূলেই আছি । দলত্যাগের কোনও বিষয় আসেনি । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই চলব ।"