পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছি না : মমতাবালা ঠাকুর - mamatabala is against cab

নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছেন না বলে জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । তিনি বলেন, "এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি । পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নিয়েও বিলে কিছু বলা হয়নি ।

image
মমতাবালা ঠাকুর

By

Published : Dec 13, 2019, 11:58 PM IST

ঠাকুরনগর, 13 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করছেন না বলে জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । তিনি বলেন, "এই বিল নিঃস্বার্থভাবে করা হয়নি । পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নিয়েও বিলে কিছু বলা হয়নি ।"


নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ মতুয়াদের দাবি পূরণ করা হয়নি বলেই মত তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের । যদিও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ নিয়ে তৃণমূলের ধরনা মঞ্চে অনুপস্থিত ছিলেন তিনি ৷ ফলত দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মমতাবালা ৷ তিনি বলেন, "আমি তৃণমূলে ছিলাম তৃণমূলেই আছি । দলত্যাগের কোনও বিষয় আসেনি । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই চলব ।"

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের প্রতিক্রিয়া


এদিন তিনি সাফ বলে দেন, ‘‘মতুয়াদের আন্দোলনে দাবি ছিল নাগরিকত্বের । কিন্তু এই নতুন আইন সে কথা বলছে না । সেখানে ছয় বছর থাকার পর আবেদন করার বিষয় বলা হয়েছে । যদি 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা এদেশে এসেছে তাঁরা ভারতীয় নাগরিক বলা হত, তবে ঠিক ছিল । কিন্তু সে কথা না বলে আবেদনের কথা বলা হচ্ছে । এটা নিঃস্বার্থ নয় ।’’

যদিও মমতাবালা বিরোধিতা করলেও মতুয়াদের শান্তনু গোষ্ঠী বিল পাশের খবরে উল্লাস করছেন । এনিয়ে তারা মিছিলও করে ।

ABOUT THE AUTHOR

...view details