পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC on Arjun singh : ভাটপাড়ায় দাঙ্গা লাগোনোর চেষ্টা করছেন অর্জুন, অভিযোগ তৃণমূলের - TMC Leader Jyotipriya Mallick

ভাটপাড়ার ঘটনা নিয়ে অর্জুন সিংকে তোপ জ্যোতিপ্রিয় মল্লিকের (TMC Leader Jyotipriya Mallick criticises BJP MP Arjun Singh)

TMC on Arjun singh
ভাটপাড়ায় দাঙ্গা লাগোনোর চেষ্টা করছেন অর্জুন, অভিযোগ তৃণমূলের

By

Published : Jan 23, 2022, 10:42 PM IST

Updated : Jan 24, 2022, 6:11 AM IST

ভাটপাড়া, 23 জানুয়ারি : পৌর ভোটের আগে ভাটপাড়াকে উত্তপ্ত করতে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, চক্রান্ত করছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ রবিবার এমনই অভিযোগ করলেন উত্তর 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (TMC Leader Jyotipriya Mallick) ৷

এদিন নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে গুলি চলে বলেও অভিযোগ তৃণমূলের ৷ ঘটনায় থানায় 4টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল । অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত । এদিন বিকেলে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক তথা জেলার তৃণমূল চেয়ারম্যান নির্মল ঘোষ ।

ভাটপাড়ায় দাঙ্গা লাগোনোর চেষ্টা করছেন অর্জুন, অভিযোগ তৃণমূলের

জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, "এখানে রাজনীতির আড়ালে সুড়সুড়ি দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর চেষ্টা চলছে । মন্দির, সজিদগুলিতে বিশেষ নজরদারির জন্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে । আজকে যে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।" এদিনের ঘটনায় অর্জুন সিং-কে দায়ী করে জ্যোতিপ্রিয়র দাবি, গুলি চালনার ঘটনায় 4 জন আহত হয়েছেন ।

আরও পড়ুন : ভাটপাড়ায় ধুন্ধুমার, নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত অর্জুন সিং

তৃণমূল নেতৃত্বের দাবি সরকারি অনুষ্ঠানে এসে এদিন ইচ্ছাকৃত ঝামেলার পরিবেশ তৈরি করেন অর্জুন সিং ও তাঁর লোকজন ৷

Last Updated : Jan 24, 2022, 6:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details