ভাটপাড়া, 23 জানুয়ারি : পৌর ভোটের আগে ভাটপাড়াকে উত্তপ্ত করতে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, চক্রান্ত করছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ রবিবার এমনই অভিযোগ করলেন উত্তর 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (TMC Leader Jyotipriya Mallick) ৷
এদিন নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে গুলি চলে বলেও অভিযোগ তৃণমূলের ৷ ঘটনায় থানায় 4টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল । অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত । এদিন বিকেলে ঘটনাস্থলে আসেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক তথা জেলার তৃণমূল চেয়ারম্যান নির্মল ঘোষ ।