পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইক দুর্ঘটনায় মৃত্যু দেগঙ্গার তৃণমূল উপপ্রধানের - দেগঙ্গা

বন্ধুর সঙ্গে বাইকে দিঘা যাচ্ছিলেন ৷ লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল তৃণমূলের এক নেতার ৷ দেগঙ্গার হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তিনি ৷

বাইক দুর্ঘটনায় মৃত্যু দেগঙ্গার তৃণমূল উপপ্রধানের

By

Published : Oct 21, 2019, 2:19 AM IST

Updated : Oct 21, 2019, 9:32 AM IST

দেগঙ্গা, 21 অক্টোবর : বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন তৃণমূলের এক উপপ্রধান ৷ দিঘা বেড়াতে যাওয়ার পথে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দেগঙ্গার হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা প্রবীর মল্লিকের ৷ বয়স 25 ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর বন্ধু বুদ্ধদেব রায়েরও ৷ বয়স 20 ৷ পুলিশ জানিয়েছে, দু'জনের‌ই বাড়ি দেগঙ্গার আজিজ নগরে ৷

মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে একটি বাইকে করে তাঁরা দিঘা রওনা দেন ৷ কোলাঘাটের কাছে এদিন রাতে তাঁদের বাইকের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীর ও বুদ্ধদেবের । দুর্ঘটনার পর‌ই চালক লরিটি নিয়ে পালিয়ে যায় বলে খবর ৷ পরে, কোলাঘাট থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ ও স্থানীয় তৃণমূল নেতা একেএম ফারহাদ এই প্রসঙ্গে বলেন,"খুবই মর্মান্তিক ঘটনা ৷ প্রথমে খবর পেয়ে বিশ্বাস‌ই করতে পারছিলাম না ৷" তিনি আরও বলেন,"হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব খুবই নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন প্রবীর ৷ এলাকাতেও জনপ্রিয়‌ ছিলেন ৷ ওঁর মৃত্যুতে আমরা মর্মাহত ৷ পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি ৷ "

পরিবার সূত্রে জানা গেছে, মাত্র চার বছর আগে বিয়ে হয়েছিল প্রবীরের ৷ স্ত্রী সমর্পিতা,বাবা বিনয় মল্লিক ছাড়াও তাঁর দু' বছরের একটি পুত্র সন্তানও রয়েছে ৷ কোলাঘাট থানা থেকে গতকাল সকালে দেগঙ্গা থানায় এই দুর্ঘটনার খবর এসে পৌঁছায় ৷ এরপর,পুলিশের কাছ থেকে সেই খবর পায় মৃত দুই যুবকের পরিবার ৷ হাদিপুর ঝিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহাবুদ্দিন মণ্ডল ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত বসু মৃতের পরিবারের সঙ্গে গতকাল দুপুরে কোলাঘাট থেকে মৃতদেহ আনার উদ্দেশে রওনা হন ৷

Last Updated : Oct 21, 2019, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details