পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Attack On Governor : রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ তৃণমূলের বনগাঁ জেলা সভাপতির - অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ

মতুয়া মেলা উপলক্ষ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণে শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। তার আগেই রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ করলেন তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি গোপাল শেঠ (TMC Leader Attack On Governor) ৷

TMC Leader Attack On Governor
রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ তৃণমূলের বনগাঁ জেলা সভাপতির

By

Published : Apr 1, 2022, 3:49 PM IST

Updated : Apr 1, 2022, 4:18 PM IST

বনগাঁ, 1 এপ্রিল : রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ বনগাঁর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠের ৷ পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরকেও আক্রমণ করেন দাঙ্গাবাজদের নেতা বলে ৷ এদিন বনগাঁয় এক সভা থেকে রাজ্যপাল ও রাজ্যের বিরোধী দলনেতাকে তির্যক ভাষায় আক্রমণ করেন বনগাঁ পৌরসভার চেয়ারম্য়ান গোপাল শেঠ (TMC Leader Attack On Governor)৷

রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ তৃণমূলের বনগাঁ জেলা সভাপতির

আরও পড়ুন :Nadia road Accident : "সুস্থ মানসিকতার লক্ষণ নয়", পথ নিরাপত্তা নিয়ে খোঁচা দেওয়ায় রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের

মতুয়া মেলা উপলক্ষ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ বিকালে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। রাজ্যপাল ঠাকুরবাড়িতে আসার আগে বনগাঁয় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি গোপাল শেঠ। এই সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার একাধিক কাউন্সিল। এদিন তিনি সাংবাদিক সম্মেলন থেকে দাবি করেন, "রাজ্যপাল সর্বত্র রাজনীতি করতে যাচ্ছেন । শুনেছি উনি ঠাকুরবাড়িতে আসছেন । আর তাতেই আমাদের ভয় হচ্ছে ।"

প্রসঙ্গত, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আমন্ত্রণে আজ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন রাজ্যপাল । রাজ্যপালের আসার কথা শুনে তাকে স্বাগত জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মহাসংঘা সংঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর । স্বাগত জানিয়েছেন মমতাবালা ঠাকুরও ।

Last Updated : Apr 1, 2022, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details