পানিহাটি, 7 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল পানিহাটির পৌরপ্রশাসক স্বপন ঘোষের ৷ তাঁর বয়স হয়েছিল 68 বছর । দিন কয়েক আগে থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ।
কোরোনায় মৃত্যু পানিহাটির পৌরপ্রশাসকের - পানিহাটি
প্রয়াত পানিহাটির পৌরপ্রশাসক স্বপন ঘোষ ৷ কোরোনায় মৃত্যু হয় তাঁর ৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷
বুধবার স্বপনবাবুকে ভরতি করা হয়েছিল কলকাতার EM বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে । সেখানে তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপর গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন ।
স্বপনবাবু বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের ভাই । পোশাকি নামের বাইরে তিনি মন্টু ঘোষ নামেই বেশি পরিচিত ছিলেন । দীর্ঘ তিন দশক পর 2013 সালে বামেদের হাত থেকে পানিহাটি পৌরসভায় জয়ী হয় তৃণমূল । তখন পৌরপ্রধান মনোনীত হন স্বপনবাবু । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "স্বপন ঘোষের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল । দক্ষ হাতে তিনি পানিহাটি পৌরসভা চালাচ্ছিলেন । অনেক উন্নয়ন করেছেন । মানুষের কাজ করার জন্য তিনি কখনও দল দেখতেন না ।"