গাইঘাটা, 28 সেপ্টেম্বর: বিজেপি করার কারণে গালিগালাজ ও তা নিয়েই বিবাদের অভিযোগ ৷ সেই বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধা কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । গুরুতর আহত বৃদ্ধার পুত্রবধূও । গতকাল রাতে ঘটনাটি ঘটিছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার মানিকহীরা এলাকায় ।
জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কানন রায় । বয়স আনুমানিক 62 বছর । তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন । অভিযোগ, বৃদ্ধাকে খুনের পিছনে মদত দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নিরুপম রায় ৷ স্থানীয়রা এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নিরুপমের বাড়ি ঘেরাও করেন । নিরুপম গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্তদফতরের কর্মাধ্যক্ষ ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন কানন দেবীর ছেলে জয়ন্ত রায় ও তাঁর স্ত্রী পাখি রায় । অভিযোগ, সেই সময় তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রতিবেশী সমীর মল্লিক । সমীর এলাকায় তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিরুপম রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত । জয়ন্ত জানান, তাঁরা সমীরের গালিগালাজের প্রতিবাদ করলে তাঁদের উপরে চড়াও হন সমীর ।
জয়ন্তকে বাঁচাতে এলে তাঁর মা কানন দেবীকে মাথায় সমীর আঘাত করেন বলে অভিযোগ । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাখি রায়ও । তাঁদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে কানন ও পাখিকে আহত অবস্থায় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে কানন দেবীকে বারাসতে নিয়ে যাওয়া হয় । রাতে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের ।