আমডাঙা, 21 মার্চ : শিশুকে মারধর করাকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার আমডাঙা (TMC-ISF Clash At Amdanga) । গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগও ওঠে । সংঘর্ষে দু'পক্ষের 10 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে । রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আমডাঙা থানার কামদুনি গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দু'জন আইএসএফ কর্মী ও একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক শিশুকে পাশের বাড়ির এক ব্যক্তি মারধর করেছিলেন বলে অভিযোগ । শিশুটির পরিবার আইএসএফের সমর্থক । অন্যদিকে, যাঁর বিরুদ্ধে শিশুটিকে মারধর করার অভিযোগ তিনি তৃণমূল করেন । শিশুটিকে মারধরের কারণ জানতে তাঁর পরিবারের সদস্যরা তৃণমূল সমর্থকের বাড়িতে যান । অভিযোগ, সেখান থেকেই ঝামেলার সূত্রপাত । একে অপরের বিরুদ্ধে হাঁসুয়া, কুড়ুল নিয়ে হামলা করার অভিযোগ তুলেছেন । যা গড়ায় রাজনৈতিক বিবাদে । একে অপরকে লক্ষ করে গুলি ও বোমা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় দু'পক্ষের প্রায় 10 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহতদের প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে কয়েকজনের অবস্থার অবনতি হলে পরে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমডাঙা থানার পুলিশ ৷ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।