পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতভর নাকা চেকিং, উদ্ধার টাকা

শেষ দফার নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় পুলিশ । কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর টাকা ।

চলছে নাকা চেকিং

By

Published : May 18, 2019, 12:24 PM IST

Updated : May 18, 2019, 12:44 PM IST

বিধাননগর, 18 মে : রাত পেরোলেই শেষ দফার নির্বাচন । তার আগে গতকাল রাতভর বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় চলল নাকা চেকিং ।

বিভিন্ন গেস্ট হাউজ়েও অভিযান চালায় পুলিশ । সূত্রের খবর, বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর টাকা । অন্যদিকে, নিমতা থানা এলাকায় অরুণাচল প্রদেশের এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ । কী কারণে সে এতদিন ধরে ওই এলাকায় একটি লজে থাকছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।

চলছে নাকা চেকিং : দেখুন ভিডিয়ো

এদিকে, দমদমের ঘুঘুডাঙা ও দমদম পৌরসভার 15 ও 16 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । BJP নেতৃত্বের অভিযোগ, রাজারহাট, দমদমের একাধিক এলাকায় ভোটার কার্ড নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা । হুমকিও দেওয়া হচ্ছে । তৃণমূল নেতৃত্ব, অভিযোগ অস্বীকার করেছে ।

Last Updated : May 18, 2019, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details