গাইঘাটা, 22 অক্টোবর: বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীর বাড়ির গোয়ালঘর ও কাঠের গোলায় আগুন লাগানোর অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ওই বিজেপি কর্মী ও তাঁর পরিবারের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে আগুন লাগিয়েছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার বৈকারা এলাকার যশোর রোড সংলগ্ন বিশ্বজিৎ দত্তের বাড়িতে। আগুন লাগানোর ঘটনার তদন্ত চেয়ে গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছে দত্ত পরিবার ৷ দত্ত পরিবারের আরও অভিযোগ, যশোর রোড সংলগ্ন জমি জবরদখল করে তৃণমূলের ঝাণ্ডা লাগিয়ে পার্টি অফিস তৈরি করা হয়েছে।
বিশ্বজিৎ ও তাঁর পরিবারের লোকেরা জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎই তারা দেখেন তাদের বাড়ির সামনের রাস্তার জমিতে তৃণমূলের পতাকা লাগানো হচ্ছে ৷ দলীয় কার্যালয় লেখা একটি ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়েছে ৷ সেই রাতেই প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম ভাঙ্গে বিশ্বজিতের মা লক্ষ্মী দত্তর। তিনি বলেন,"উঠে দেখি গোয়ালঘর এবং তার পাশের মাঠের গাদায় আগুন জ্বলছে। এলাকার লোকজন মিলে এসে জল দিয়ে আগুন নেভানো হয় ৷ "