দেগঙ্গা, 4 সেপ্টেম্বর : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার দেগঙ্গা । দলীয় কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি মফিদুল হক শাহাজির অনুগামীদের বিরুদ্ধে । জখম তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল ঘনিষ্ঠ শাসকদলের কয়েকজন কর্মী-সমর্থক । ঘটনায় গ্রেপ্তার 24 জন ৷
আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির জেরে বেশ কয়েকদিন ধরেই বিধায়ক ঘনিষ্ঠ অনুগামী এবং ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে চাপানউতোর চলছিল । দুর্নীতির অভিযোগে চাকলা পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়েছিল বিধায়ক ঘনিষ্ঠ কয়েকজন পঞ্চায়েত সদস্য । গতরাতে চাকলা অঞ্চল তৃণমূল কার্যালয়ে বসে আলোচনা করছিল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও কর্মীরা । অভিযোগ, সেই সময় হঠাৎ ব্লক সভাপতির অনুগামীরা তাদের উপর হামলা চালায় । দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে ৷ মারধর করে বিধায়ক ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে । কার্যালয় সংলগ্ন একটি মিষ্টির দোকানে হামলা ও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । হামলায় বেশ কয়েকজন দলীয় কর্মী জখম হয় ।
খবর পেয়ে পরিস্থিতি সমাল দিতে বারাসতের SDPO সত্যব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থানে পৌঁছায় । এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে । রাতেই দু'পক্ষ দেগঙ্গা থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।