বাগদা, 3 মে :ভোটে হারার পরই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তর 24 পরগনার বাগদায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ মিছিল ৷ পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সহ-সভাপতি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন, এই অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সহ-সভাপতির বসার ঘরে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের কর্মীরা।
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়-জয়কার ৷ কিন্তু উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিতোষকুমার সাহা বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসে কাছে 9 হাজার 792 ভোটে পরাজিত হয়েছেন ৷ এই ফলাফল ঘোষণার পরই বাগদায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷
সোমবার সকালে বাগদা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায় ও সহ-সভাপতি তরুণ ঘোষের বিরুদ্ধে বাগদা বাজারে প্রতিবাদ মিছিল করেন এবং পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সভানেত্রী ও সহ-সভাপতির ঘর দু’টিতে তালা ঝুলিয়ে দেন ৷ তাঁদের দাবি, বাগদায় তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য চক্রান্ত করেছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সহ-সভাপতি ৷ এই দু’জন রাতের অন্ধকারে বিজেপির সঙ্গে যোগসাজশ করে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন ৷