পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash: রাস উৎসবের দখলদারি নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকায় পুলিশ - রাস উৎসব ঘিরে দত্তপুকুরে সংঘর্ষ

রাস উৎসবের দখলদারির নিয়ে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দত্তপুকুর (TMC inner clash in north 24 pargana ) ৷ দুই নেতার কাজিয়া এবং অশান্তিতে দত্তপুকুর রাস উৎসবের ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে !

Etv Bharat
TMC Inner Clash

By

Published : Nov 6, 2022, 11:05 PM IST

দত্তপুকুর, 6 নভেম্বর: রাস উৎসবের দখলদারি নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC inner clash in north 24 pargana) ৷ শনিবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর 24 পগনার দত্তপুকুরের কাশিমপুর অঞ্চল ৷ দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছে ৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে না-যায় ইতিমধ্যেই এলাকায় নজরদারি শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ ৷

বেশ কিছুদিন ধরেই রাস উৎসবের কর্তৃত্ব নিয়ে বিবাদ চলছে তৃণমূলের দুই গোষ্ঠী গোপাল কাঞ্জিলাল এবং অমল কুমার বিষ্ণুর অনুগামীদের মধ্যে। গোপাল কাশিমপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সোমা কাঞ্জিলালের স্বামী। নিজেও তৃণমূলের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত। অপরদিকে অমল ওই পঞ্চায়েতেরই তৃণমূলের পরিষদীয় দলনেতা । দুই নেতার অনুগামীদের বিবাদের জেরে শনিবারও উত্তেজনা ছড়ায় দত্তপুকুর থানা সংলগ্ন এলাকায়।পুলিশের হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া গেলেও সেই উত্তেজনার পারদ চরমে ওঠে রাতের দিকে । সূত্রের খবর, অমলের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা গোপাল কাঞ্জিলালের বাড়ির সামনে বোমাবাজি হয় শনিবার গভীর রাতে। শুধু বোমাবাজি নয়, রাস উৎসবের স্থান অর্থাৎ স্থানীয় স্কুলের খেলার মাঠেও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। মারধর করা হয় রাস উৎসবের মালপত্র নিয়ে আসা কয়েকজন কর্মীকেও। চলে গাড়ি ভাঙচুরও।

রাস উৎসবের দখলদারি নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকায় পুলিশ

আরও পড়ুন: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

ঘটনায় অভিযোগের তির গোপালের বিরুদ্ধ গোষ্ঠী অমল কুমার বিষ্ণুর অনুগামীদের দিকে। যদিও তা অস্বীকার করে গোপাল ও তাঁর দলবলের বিরুদ্ধেই পালটা এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ এনেছে অমলের শিবির। আর এই দুই নেতার কাজিয়া এবং নিত্য অশান্তিতে দত্তপুকুর রাস উৎসবের ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে ! ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details