পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash In Duttapukur : প্রতিষ্ঠা দিবসেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা দত্তপুকুরে - সংঘর্ষে জড়ালেন শাসকদলের দুই গোষ্ঠীর সদস্যরা

বছরের প্রথমদিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সংঘর্ষে জড়ালেন শাসকদলের দুই গোষ্ঠীর সদস্যরা (TMC Inner Clash In Duttapukur) ৷

TMC Inner Clash In Duttapukur
প্রতিষ্ঠা দিবসেও শাসকদলের গোষ্ঠীদ্বন্ধ

By

Published : Jan 1, 2022, 10:32 PM IST

Updated : Jan 2, 2022, 6:12 AM IST

দত্তপুকুর, 1 জানুয়ারি :দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগণার দত্তপুকুরে । ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় একটি গোষ্ঠী । পরে ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় (TMC Inner Clash In Duttapukur) ।

দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুই নেতা আসাদুজ্জামান এবং মাফুজার রহমানের বিবাদ দীর্ঘদিনের । আসাদুজ্জামান বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন । অন্যজন ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্বে । এলাকার দখলদারির কর্তৃত্ব নিয়েই মূলত বিবাদ এই দুই নেতার অনুগামীদের মধ্যে (TMC Inner Clash) ।

এর আগেও বহুবার গণ্ডগোলে জড়িয়েছেন দুই তৃণমূল নেতার অনুগামীরা । দলের প্রতিষ্ঠা দিবসেও দেখা গেল সেই একই ছবি । জানা গিয়েছে, শনিবার দুপুরে কদম্বগাছির হাটখোলা টাকি রোডের পাশে মঞ্চ বেঁধে দলের প্রতিষ্ঠা দিবসের আয়োজন করেন তৃণমূল নেতা মাফুজার রহমানের অনুগামীরা । সেখানে হাজির ছিলেন মাফুজারও । অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু ৷ অভিযোগ, প্রাক্তন মন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই সেখানে হামলা চালান আসাদুজ্জামান ঘনিষ্ঠ তৃণমূল নেতা মাহবুব হাসান সরদার এবং তাঁর দলবল । ফলে সংঘর্ষ বেঁধে যায় দু'পক্ষের মধ্যে । খবর পেয়ে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি সামাল দেয় । এরপরই হামলার অভিযোগ তুলে মাফুজারের অনুগামীরা টাকি রোড অবরোধ করেন । যদিও তা করার আগেই পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয় তাঁদের ।

আরও পড়ুন : তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে ফিরলেন আসানসোলের প্রাক্তন মেয়র পারিষদ

এই বিষয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা মাফুজার রহমান বলেন, ‘‘অনুষ্ঠান শেষ হওয়ার পর দলের কর্মীরা যখন চেয়ার-টেবিল গোছাতে ব্যস্ত, তখনই মাহবুব হাসানের লোকজন সেখানে হামলা করে । এটা কখনই কাঙ্ক্ষিত নয় । বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানাব ।’’ অভিযোগ অস্বীকার করেছেন বিরুদ্ধ গোষ্ঠীর নেতা মাহবুব হাসান সরদার ৷ তিনি বলেন, ‘‘কে হামলা করেছে কী হয়েছে তা আমার জানা নেই । আমরা কদম্বগাছির 30টি বুথেই এদিন দলের প্রতিষ্ঠা দিবস পালনে ব্যস্ত ছিলাম । ওনাকে কদম্বগাছির কেউ চেনে না । দলে নিজের গুরুত্ব তৈরি করতেই উনি এই ধরণের অভিযোগ করছেন । অভিযোগের কোনও সত্যতা নেই ।’’

Last Updated : Jan 2, 2022, 6:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details