পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি খেয়েছেন দলীয় নেতা, বাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের ! - TMC

দেগঙ্গায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়ি ঘেরাও বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ দেগঙ্গার হাঁসিয়ার ঘটনা ৷

বিক্ষোভ তৃণমূল কর্মীদের

By

Published : Jul 29, 2019, 5:24 PM IST

Updated : Jul 29, 2019, 8:41 PM IST

দেগঙ্গা, 29 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী সমর্থকরা ৷ দেগঙ্গার হাঁসিয়ার ঘটনা ৷ কয়েকদিন আগে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলামের বিরুদ্ধে কাটমানির নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ তাঁর বিরুদ্ধে পোস্টারও পড়ে ছিল বিস্তর ৷ তাতে লেখা ছিল আবাস যোজনাসহ একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন রবিউল ৷ এই নিয়ে পারদ চড়ছিল তৃণমূলের অন্দরেই ৷ গতরাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক দলীয় পতাকা নিয়ে রবিউলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ রবিউল বাড়ি না থাকায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় । বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সেখান থেকে তাঁরা ফিরে যান ।

রবিউল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা দেগঙ্গা ১ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি আবদুল অদ্যুতের অনুগামী হিসেবে পরিচিত ৷ দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনজুরা খাতুনের সঙ্গে বিবাদ চলছিল ওদ্যুতের ৷ তাই গতকাল আনজুরার অনুগামীরাই রবিউলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে রবিউল তৃণমূল কর্মীদের একাংশের কাছ থেকে কাটমানি খেয়েছেন । কারোর কাছ থেকে 10 হাজার তো কারোর কাছ থেকে 20 হাজার । সবমিলিয়ে প্রায় 7 লাখ 20 হাজার টাকা তুলেছেন তিনি । বহুবার টাকা ফেরানোর কথা বললেও কোনও কথাই কানে তোলেননি । তাই, টাকা ফেরত চেয়ে তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ।

এদিকে, কাটমানি খাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রবিউল । তাঁর কথায়, "দলের ভাবমূর্তি নষ্ট করতে আমার বিরুদ্ধে বদনাম দেওয়া হচ্ছে । বিক্ষুব্ধ গোষ্ঠীর কেউ কেউ BJP-র সঙ্গে হাত মিলিয়ে এসব করছে । দলকে বিষয়টি জানাব । এরপর, দল যা মনে করার তাই করবে ।" অন্যদিকে, দেগঙ্গা 1 পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনজুরা খাতুন বলেন, "পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে । সেই সমস্যার কথা আমি লিখিতভাবে দলকে জানিয়েছি । দেখা যাক, দল কী ব্যবস্থা নেয় ।"

Last Updated : Jul 29, 2019, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details