পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেগঙ্গায় ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, বোমাবাজি - দেগঙ্গা

দেগঙ্গা থানার ঝিকরা গ্রামে যুব তৃণমূল নেতা আনিসুর রহমানের উদ্যোগে দুস্থদের খাবার বিতরণ করা হচ্ছিল ৷ অভিযোগ, ঝিকরা পঞ্চায়েত সমিতির সদস্য সুনিয়া পারভিনের শওহর আরশাদুল হক এসে তাতে বাধা দেন । তারপরই সুনিয়া পারভিনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আরশাদুলের উপরও চড়ায় হয় দুষ্কৃতীরা ৷ তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷

tmc
দেগঙ্গা

By

Published : May 6, 2020, 5:52 PM IST

দেগঙ্গা, 6 মে : দেগঙ্গা থানার ঝিকরা গ্রামে দুস্থদের খাবার বিলি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল । পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিয়া পারভিনের ঘর এবং পার্টি অফিসে বোমাবাজির পাশাপাশি ভাঙচুরও চালানো হয় ৷ তাঁর শওহরের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

গতরাতে দেগঙ্গা থানার ঝিকরা গ্রামে যুব তৃণমূল নেতা আনিসুর রহমানের উদ্যোগে দুস্থদের খাবার বিতরণ করা হচ্ছিল ৷ অভিযোগ, ঝিকরা পঞ্চায়েত সমিতির সদস্য সুনিয়া পারভিনের শওহর আরশাদুল হক এসে তাতে বাধা দেন । তারপরই সুনিয়া পারভিনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আরশাদুলের উপরও চড়ায় হয় দুষ্কৃতীরা ৷ তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷

বিষয়টি নিয়ে সুনিয়া পারভিন বলেন, "আমি এলাকায় উন্নয়নে অনেক কাজ করছি । সেটি সহ্য করতে না পেরে এলাকার কয়েকজন দুষ্কৃতী আমার বাড়িতে হামলা চালায়। ঘরের জিনিসপত্র লুটপাট করে ভাঙচুর করে। বোমাবাজি করে। আমার পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে।" যুব তৃণমূল নেতা আনিসুর রহমানের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

সুনিয়ার স্বামী আরশাদুল হক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বলেন , "আমি রোজা থাকার পর যখন ইফতার করছিলাম তখন কয়েকজন দুষ্কৃতী এসে আমার উপর চড়াও হয় ৷ আমার মাথা ফাটিয়ে দেয় ৷ বোমাবাজি করে ৷ গুলিও চালায় ৷ আমার পার্টি অফিস ভাঙচুর করে ৷ আমি পার্টির সদস্য বলে শুধু পার্টির কাজটা করি ৷ ওরা আমাকে মারে ৷ অন্যায়ের প্রতিবাদ করাটাই আমার দোষ ৷ পাড়ার লোকজন জমা হতেই ওরা পালায় ৷ "

দুষ্ক়তীদের বিষয়ে তিনি বলেন , "এটা আন্টুর কাজ ৷ দেগঙ্গার যত দুর্ষ্কম এরাই করে থাকে ৷ পুলিশ এদেরকে কিছু বলে না ৷ উলটে এদের সঙ্গে দাঁড়িয়ে ডাব খায় ৷ আজ বলে নয় এর আগেও ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল ৷ বিষয়টি আমি দেগঙ্গা থানার IC-কে জানিয়েও কাজ হয়নি ৷"

ABOUT THE AUTHOR

...view details