পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহি সভা বাতিলের পর মতুয়াদের জয়ডঙ্কা উপহার তৃণমূলের - MATUA

মতুয়া মন পেতে মরিয়া বিজেপি-তৃণমূল ৷ অমিতের সভা বাতিলের পর দিনই মতুয়া গোসাঁইদের ডঙ্কা উপহার দিল তৃণমূল ৷

মতুয়াদের জয়ডঙ্কা
মতুয়াদের জয়ডঙ্কা

By

Published : Feb 1, 2021, 2:34 PM IST

বনগাঁ, 1 ফেব্রুয়ারি : দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে মতুয়া মন পেতে মরিয়া বিজেপি ও তৃণমূল যুযুধান দুই শিবিরই। 30 জানুয়ারি অর্থাৎ শনিবার ঠাকুরনগরে শাহি সভা বাতিলের পরদিনই অর্থাৎ গতকাল বনগাঁয় বনগাঁ উত্তর বিধানসভা মতুয়া উন্নয়ন কমিটির তরফে আয়োজন করা হয়েছিল মতুয়া সম্মেলন ৷ গোসাঁই পাগলদের উপহার হিসাবে দেওয়া হয় জয়ডঙ্কা (মতুয়াদের ধর্মীয় বাদ্যযন্ত্র) ও শাল ৷

সভামঞ্চের ফ্লেক্সে একদিকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে ছিল বীণাপাণি দেবীর ছবি। যদিও সভার ধারে কাছেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি ৷ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের আহ্বায়ক গোপাল শেঠ ও বনগাঁ পৌর প্রশাসক শংকর আঢ্যর উদ্যোগে মতুয়াদের দেওয়া হল জয়ডঙ্কা। মতুয়া পাগলদের শাল পরিয়ে সম্বর্ধনাও দেওয়া হল। সভায় উপস্থিত হাজার হাজার মতুয়াদের উদ্দেশ্যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতাও দিলেন মতুয়া প্রতিনিধি নরোত্তম বিশ্বাস ও তৃণমূল নেতা গোপাল শেঠ ৷ শোনালেন মতুয়াদের জন্য তৃণমূল কী কী করেছে তার ফিরিস্তি ৷

মতুয়া ধর্ম প্রচারক নরোত্তম বিশ্বাসের দাবি, "মতুয়াদের জন্য উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে দাঁড়ানোর জন্য মতুয়াদের কাছে আবেদন রাখব আমরা। আগামীদিনে মতুয়ারা তৃণমূলের পাশেই দাঁড়াবে ৷ "

আরও পড়ুন:তৃণমূলের মতুয়া সমাবেশে থাকছেন না খোদ মমতাবালা ঠাকুরই

অন্যদিকে, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের কটাক্ষ, " মতুয়ারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মন দিয়ে দিয়েছেন। কোনও কিছু দিয়ে আর তাঁদের মন ভোলানো যাবে না। মতুয়ারা নিজেরাই এই সভার আয়োজন করেছেন ৷ নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছে ৷ "

গত লোকসভা নির্বাচনে বনগাঁ ও রানাঘাট এই দু'টি কেন্দ্রে জিতেছিল বিজেপি ৷ বিজেপির সেই জয় অনিশ্চিত করতেই আঁটঘাট বেঁধে নেমেছে তৃণমূল ৷ তাই অমিত শাহর সভা বাতিলের একদিন কাটতে না কাটতেই মতুয়া উন্নয়ন কমিটির সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের ৷ আগামী দিনে মতুয়া ভোট কার দখলে আসে তা সময়ই বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details