পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MLA's comment on Anubrata Mandal: অনুব্রতকে বিষাক্ত ইঞ্জেকশন ! বিজেপি বিধায়কের মন্তব্যে পুলিশে অভিযোগ তৃণমূলের

অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এই বিস্ফোরক মন্তব্যের জন্য পুলিশে অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ (TMC files complaint against BJP MLA)।

TMC files complaint against BJP MLA for his comment on Anubrata Mandal
অনুব্রতকে বিষাক্ত ইঞ্জেকশন ! বিজেপি বিধায়কের মন্তব্যে পুলিশে অভিযোগ তৃণমূলের

By

Published : Apr 18, 2022, 2:14 PM IST

বনগাঁ, 18 এপ্রিল:অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ! বিস্ফোরক এই মন্তব্য করায় বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA's comment on Anubrata Mandal) স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ (TMC files complaint against BJP MLA)। বিজেপি বিধায়ককে গ্রেফতার করে তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি ৷ তবে নিজের মন্তব্যে অনড় থেকে পাল্টা তোপ দেগেছেন স্বপন মজুমদার ৷

রবিবার রাতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন গোপাল শেঠ । তিনি বলেন, "গতকাল স্বপন মজুমদার চাঁদপাড়ায় যে মন্তব্য করেছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি হয়েছে । তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে ।" তিনি আরও বলেন, "সিবিআই যা করছে তা আগেই বিজেপি নেতারা জানতে পারছেন । অনুব্রতকে নিয়ে স্বপন মজুমদার যে মন্তব্য করেছেন, তাতে আমরা অনুব্রতের জীবননাশের আশঙ্কা করছি ।" বনগাঁ দক্ষিণের বিধায়ককে একহাত নিয়ে গোপাল শেঠের দাবি, "স্বপন মজুমদার অসমের জেল খাটা আসামি । তাঁকে গ্রেফতার করে তদন্ত করে দেখা হোক, বিজেপি অনুব্রত মণ্ডলকে মারার জন্য কোনও গোপন চক্রান্ত করছে কি না । আর এই ধরনের তথ্য বিধায়ক পেলেনই বা কোথায় ।"

আরও পড়ুন:BJP MLA on Anubrata Mondal : "অনুব্রতকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবেন মমতা", আশঙ্কা বিজেপি বিধায়কের

এ বিষয়ে বিধায়ক স্বপন মজুমদারের যুক্তি, "সারা বাংলায় দু'শোরও বেশি বিজেপির কার্যকর্তা খুন হয়েছেন । হাঁসখালিতে এক জনকে রেপ করে পুড়িয়ে মেরে নথি নষ্ট করার চেষ্টা হয়েছে । রাজ্যে এত বড় বড় ঘটনা ঘটেছে, তার পরও তৃণমূলের নেতাদের কী প্রমাণ দরকার ! জানি না তাঁরা কোন স্কুল থেকে পড়াশোনা করে এ সব শিখেছেন ।"

বিজেপি বিধায়কের মন্তব্যে পুলিশে অভিযোগ

প্রসঙ্গত, রবিবার দুপুরে গাইঘাটার চাঁদপাড়ায় একটি রাস্তা অবরোধের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (complaint against Swapan Majumdar) আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, উডর্বান ওয়ার্ডে অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ হিসেবে বিধায়ক বলেছিলেন, অনুব্রত সিবিআইয়ের কাছে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব কুকর্ম ফাঁস হয়ে যাবে । আর দিদির ভাইপো-সহ অনেক বড় বড় রাঘববোয়ালের জেল হবে । তাঁর এই মন্তব্যের বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ ৷ গাইঘাটা থানাতেও স্বপন মজুমদারের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷

আরও পড়ুন:CBI on Anubrata : অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরেই ব্যবস্থা: সিবিআই

ABOUT THE AUTHOR

...view details