বারাসত, 17 ফেব্রুয়ারি: ইটিভি ভারতে প্রকাশিত খবরের জেরে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ যার জেরে প্রকাশ্যে চলে এসেছে বারাসত পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব (TMC Factionalism Over Siraj Uddan Park Corruption of Barasat Municipality) ! দু'দিন আগেই ঐতিহ্যবাহী সিরাজ উদ্যান পার্কের টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ করেছিল ইটিভি ভারত ৷ শুধু তাই নয়, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে শাসকদলের কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের নাম জড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়েছিল সেখানে ৷ সুনীলের ভূমিকা এবং পার্কের বরাত পাওয়া বেসরকারি সংস্থার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বর্তমান পৌরবোর্ড একটি তদন্ত কমিটিও গঠন করেছে ৷ তাও তুলে ধরতে ভোলেনি ইটিভি ভারত ৷ আর তাতেই কার্যত সরগরম হয়ে উঠেছে বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের অন্দরের রাজনীতি ৷
এবার নাম না-করে পৌরসভার বর্তমান চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায়কে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় ৷ শুক্রবার বারাসতে নিজের ওয়ার্ড অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তাঁকে অপদস্থ করার উদ্দেশ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তিনি বর্তমানে চেয়ারম্যান পদে নেই ৷ তাঁর বিরুদ্ধে যেহেতু কোনও অভিযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তাই তদন্ত কমিটি গঠন করে, তাঁর আমার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বর্তমান চেয়ারম্যান ৷
পৌরসভার চেয়ারম্যান হয়েও কীভাবে তিনি (অশনি মুখোপাধ্যায়) প্রাক্তনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে পারেন ? তা নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলেছেন সুনীল মুখোপাধ্যায় ৷ তিনি জানান, সিরাজ উদ্যান পার্ক নিয়ে যে টেন্ডার কমিটি হয়েছিল ৷ তাতে যুক্ত ছিলেন তৎকালীন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান চেয়ারম্যান নিজে ৷ ফলে পার্ক গড়ার ক্ষেত্রে যদি কোথাও গাফিলতি কিংবা ত্রুটি হয়ে থাকে, তা দেখার দায়িত্ব সুনীল মুখোপাধ্যায়ের নয় ৷ সেটা বুঝে নেওয়ার দায়িত্ব পৌরসভার ইঞ্জিনিয়ারদের বলে জানান প্রাক্তন চেয়ারম্যান ৷
কারণ হিসেবে তিনি জানান, বিলে প্রথমেই তিনি সই করেন না ৷ ইঞ্জিনিয়ার, ফিন্যান্স অফিসাররা সই করার পর, সেই ফাইল সুনীল মুখোপাধ্যায়ের কাছে যেত অনুমোদনের জন্য ৷ ফলে, এখন কেন দুর্নীতির প্রশ্ন আসছে ? তা তাঁর বোধগম্য হচ্ছে না বলে দাবি করেছেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ৷ কেনই বা দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে ? সেই প্রশ্ন তোলেন তিনি ৷