পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Park Corruption in Barasat: বারাসতের পার্ক দুর্নীতি-কাণ্ডে প্রকাশ্য দ্বন্দ্ব পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের ! - বারাসত পৌরসভা

বারাসতের পার্ক দুর্নীতির (Park Corruption in Barasat) অভিযোগের ঘটনায় প্রকাশ্য সংঘাতে পৌরসভার বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যান ৷ ইটিভি ভারতেই এই খবর প্রথম প্রকাশিত হয় ৷

Park Corruption in Barasat ETV BHARTA
Park Corruption in Barasat ETV BHARTA

By

Published : Feb 17, 2023, 9:09 PM IST

বারাসতের পার্ক দুর্নীতি-কাণ্ডে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

বারাসত, 17 ফেব্রুয়ারি: ইটিভি ভারতে প্রকাশিত খবরের জেরে উত্তাল রাজ‍্য-রাজনীতি ৷ যার জেরে প্রকাশ্যে চলে এসেছে বারাসত পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব (TMC Factionalism Over Siraj Uddan Park Corruption of Barasat Municipality) ! দু'দিন আগেই ঐতিহ্যবাহী সিরাজ উদ‍্যান পার্কের টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ করেছিল ইটিভি ভারত ৷ শুধু তাই নয়, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে শাসকদলের কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের নাম জড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়েছিল সেখানে ৷ সুনীলের ভূমিকা এবং পার্কের বরাত পাওয়া বেসরকারি সংস্থার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বর্তমান পৌরবোর্ড একটি তদন্ত কমিটিও গঠন করেছে ৷ তাও তুলে ধরতে ভোলেনি ইটিভি ভারত ৷ আর তাতেই কার্যত সরগরম হয়ে উঠেছে বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের অন্দরের রাজনীতি ৷

এবার নাম না-করে পৌরসভার বর্তমান চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায়কে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় ৷ শুক্রবার বারাসতে নিজের ওয়ার্ড অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তাঁকে অপদস্থ করার উদ্দেশ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তিনি বর্তমানে চেয়ারম্যান পদে নেই ৷ তাঁর বিরুদ্ধে যেহেতু কোনও অভিযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ তাই তদন্ত কমিটি গঠন করে, তাঁর আমার স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বর্তমান চেয়ারম্যান ৷

পৌরসভার চেয়ারম্যান হয়েও কীভাবে তিনি (অশনি মুখোপাধ্যায়) প্রাক্তনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে পারেন ? তা নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলেছেন সুনীল মুখোপাধ্যায় ৷ তিনি জানান, সিরাজ উদ‍্যান পার্ক নিয়ে যে টেন্ডার কমিটি হয়েছিল ৷ তাতে যুক্ত ছিলেন তৎকালীন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান চেয়ারম্যান নিজে ৷ ফলে পার্ক গড়ার ক্ষেত্রে যদি কোথাও গাফিলতি কিংবা ত্রুটি হয়ে থাকে, তা দেখার দায়িত্ব সুনীল মুখোপাধ্যায়ের নয় ৷ সেটা বুঝে নেওয়ার দায়িত্ব পৌরসভার ইঞ্জিনিয়ারদের বলে জানান প্রাক্তন চেয়ারম্যান ৷

কারণ হিসেবে তিনি জানান, বিলে প্রথমেই তিনি সই করেন না ৷ ইঞ্জিনিয়ার, ফিন্যান্স অফিসাররা সই করার পর, সেই ফাইল সুনীল মুখোপাধ্যায়ের কাছে যেত অনুমোদনের জন্য ৷ ফলে, এখন কেন দুর্নীতির প্রশ্ন আসছে ? তা তাঁর বোধগম্য হচ্ছে না বলে দাবি করেছেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ৷ কেনই বা দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে ? সেই প্রশ্ন তোলেন তিনি ৷

শুধু পৌরসভার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খোলাই নয়।পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাটের বিরুদ্ধেও এদিন সরব হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের প্রবীণ নেতা সুনীল মুখোপাধ্যায়।তা বলতে গিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেছেন শাসকদলের এই নেতা।সুনীল বলেন, "পুকুর ভরাটের সঙ্গে যারা যুক্ত তাঁদের অনেকেই স্বমহিমায় রয়েছে বর্তমান পৌরবোর্ডে।দায়িত্বশীল পদেও রয়েছেন তাঁরা।নাম বলব না।আমার অসুবিধা রয়েছে চেয়ারম্যানের নাম বলতে"!তাহলে কি ভয়ের কারণেই নাম বলতে পারছেন না?এর উত্তরে প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন,"ভয় পাব কেন ! আমার বয়স 74 বছর।ঠিক সময়ে তাঁদের নাম জানতে পারবেন "। কোন কোন ওয়ার্ডে পুকুর ভরাট বহাল তবিয়তে চলছে,তারও তথ্য দিয়েছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ৷

আরও পড়ুন:কাকলী ঘোষদস্তিদারের তহবিলে তৈরি সিরাজ উদ্যান ! কোটি-কোটি দুর্নীতির অভিযোগ

পৌরসভার তদন্ত কমিটি নিয়ে প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় তাঁকে নিশানা করেছে ৷ কিন্তু, অশনি মুখোপাধ্যায় এ নিয়ে অবশ্য ধীরে চলো নীতি নিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘সুনীলদা-র মতো একজন প্রবীণ ব‍্যক্তিকে হেয় করার ধৃষ্ঠতা আমাদের নেই ৷ উনি আমাদের পৌরবোর্ডেরই অংশ ৷ এটা ঠিক তিনি এখন চেয়ারম্যান পদে নেই ৷ কিন্তু, ওনার অধীনে আমরা একসময় কাজ করেছি ৷ তাই এখানে প্রাক্তন চেয়ারম্যানের কোনও বিষয় জড়িয়ে নেই ৷ পার্কের রক্ষণাবেক্ষণে কিছু ত্রুটি হয়তো হয়ে থাকতে পারে ৷ সেই কারণেই আমরা তদন্ত কমিটি গঠন করেছি বেসরকারি ওই সংস্থার বিরুদ্ধে ৷’’

অশনি মুখোপাধ্যায় এও জানান, রিপোর্ট যতক্ষণ না আসছে, ততক্ষণ পৌরসভা সিরাজ উদ‍্যান পার্ক খুলবে না ৷ সবার আগে মানুষের সুরক্ষা বলে জানান তিনি ৷ সেই ব্যবস্থা হলেই পৌরসভা পার্ক খুলে দেবে জনসাধারণের জন্য ৷ পুকুর ভরাটের অভিযোগ প্রসঙ্গে অশনি পালটা প্রশ্ন করেন, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সুনীল মুখোপাধ্যায় লিখিত অভিযোগ কেন করছেন না ? জনপ্রতিনিধি হিসেবে ওনারও দায়িত্ব আছে বলে জানান অশনি মুখোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details