বেলঘরিয়া, 12 নভেম্বর: চাকরিপ্রার্থী অরুণিমা পালের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠল বেলঘড়িয়ায় রাস্তায় তৃণমূলের মিছিলে (TMC demanded investigation on police bite incident)। বৃহস্পতিবার অরুণিমা জামিনে মুক্তি পেয়ে রাতে বেলঘরিয়ার বাড়িতে ফেরেন । তারপর থেকে তিনি সংবাদ শিরোনামে চলে আসায় অসস্তিতে পড়ে তৃণমূল । তড়িঘড়ি শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে সিএএ-এর বিরোধিতা করে একটি মিছিল (TMC Rally) করা হয় । মিছিলের নেতৃত্বে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy) ও কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ।
মিছিল শুরু হওয়ার আগেই সূচনা মঞ্চ থেকে সৌগত রায় সংবাদ মাধ্যম-সহ অরুণিমার ঘটনা সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন । পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অজিত মাইতির কথা সমর্থন করেন । তিনি বলেন, "পুলিশকে উত্তপ্ত করলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে ।"
এর পাশাপাশি বিধায়ক মদন মিত্রও অরুণিমার ঘটনা সত্যতার যাচাইয়ের দাবি তোলেন ৷ এই ঘটনা নিয়ে বিজেপি ও সিপিএমকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি । এ ছাড়াও নন্দীগ্রামের কো-অপারেটিভ ব্যাংকের বিজেপি ও সিপিএমের একজোট হয়ে তৃণমূলকে পরাস্ত করার ঘটনার জন্য তাদেরকে হুঁশিয়ারি দেন । তিনি হুংকারের সঙ্গে বলেন, "যদি ওপর মহলের নির্দেশ হয়, এক ঘন্টার মধ্যে বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না ৷ সমস্ত পার্টি অফিস বন্ধ হয়ে যাবে। বিজেপির তরফে ডিসেম্বরে সরকারকে বিপাকে ফেলার যে রটনা রটানো হচ্ছে, তার সঙ্গে সিপিএমের যোগাযোগ রয়েছে ৷"