পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Delegation Team: রাজ্যপালকে সম্মান জানাতে দার্জিলিং যাচ্ছি, বৈঠকের জন্য রওনা তৃণমূলের প্রতিনিধি দলের - to meet Governor in Darjeeling

TMC MPs to meet Governor in Darjeeling: কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল । দার্জিলিংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁরা ।

TMC Delegation Team
তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 12:51 PM IST

বৈঠকের জন্য কলকাতা থেকে রওনা দিল তৃণমূলের প্রতিনিধি দল

দমদম, 7 অক্টোবর: দার্জিলিংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল ৷ সেই উদ্দেশে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে শিলিগুড়ির বাগডোগরার জন্য রওনা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার । দিল্লির কৃষি ভবন থেকে ফিরে আসার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযানের ডাক দেন । সেইমতো রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন শাসকদলের প্রতিনিধিরা ।

তবে এই মুহূর্তে রাজভবনে নেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল । 3 অক্টোবর সকালেই কলকাতা থেকে কোচির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি । অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতদিন না রাজ্যপাল কলকাতায় ফিরছেন ততদিন তারা রাজভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাবেন । এরপরেই দার্জিলিংয়ে দেখা করার জন্য তৃণমূলকে সময় দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

রাজ্যপালের সঙ্গে দেখা করার প্রসঙ্গে এ দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা তিনজন দার্জিলিংয়ে যাচ্ছি কিন্তু প্রধান প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে যাবে । ওই প্রতিনিধি দলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও থাকবে, সাংসদরা থাকবে এবং মন্ত্রীরা থাকবে । যেহেতু রাজ্যপাল ইচ্ছা প্রকাশ করছে দার্জিলিংয়ে দেখা করবেন তাই ওঁনাকে সম্মান জানানোর জন্য আমরা তিনজন সেখানে যাচ্ছি ।"

মহুয়া মৈত্রের কথায়, "আজকে আমরা দার্জিলিং যাচ্ছি তবে সমস্যার সমাধানের জন্য নয়, সমাধান হবে যখন আমাদের রাজ্য বকেয়া টাকা পাবে । আমরা সেই পথে চলছি । আমাদের দাবি রাজ্যপাল এসে আমাদের সঙ্গে দেখা করুক আমাদের প্রতিনিধি দল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে । উনি কেন বারবার দার্জিলিংয়ে যাচ্ছেন যখন রাজ্য প্রশাসন সমস্ত ত্রাণের কাজ করছে ৷ উনি যখন ডেকেছেন সৌজন্যের খাতিরে দেখা করব ৷ উনি আমাদের রাজ্যপাল ৷ আমরা ওঁনাকে অসম্মান করতে চাই না ৷ তাই জন্য আমরা তিনজনের সদস্য যাচ্ছি সেখানে । কিন্তু এটা আমাদের প্রতিনিধি দল নয়, আমরা গিয়ে ওনাকে এটাই বলব আমরা ধারণায় বসে আছি উনি দ্রুত কলকাতায় ফিরে আমাদের সঙ্গে দেখা করুক ।"

আরও পড়ুন:আজ দার্জিলিঙে মেগা বৈঠক, দুপুরে পৌঁছবেন রাজ্যপাল; আসছেন কল্যাণ-মহুয়ারাও

আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে ৷ সে বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি 3 তারিখে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন ৷ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা ধরনার তার চাপেই তাঁকে কলকাতায় আসতে হচ্ছে ৷ মহুয়া মৈত্র বলেন, "উনি আসছেন খুব ভালো কথা ৷ তবে উনি আমাদের সঙ্গে যে আচরণ করেছেন, পুলিশ দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেই আচরণ আমরা নিশ্চয়ই করব না ৷ আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি ৷ আমরা আশা করব উনি এখানে বিজেপির কার্যকর্তা হয়ে আসেননি । কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এসেছেন এবং দ্রুত গতিতে আমাদের বকেয়া টাকাটা মেটানোর জন্য এসেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details