ভাটপাড়া, 28 জুন : ভাটপাড়া পরিদর্শনে গিয়ে বিশৃঙ্খলার মুখে পড়ল তৃণমূলের প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম । ভাটপাড়া থানার কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের ।
ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছিল ভাটপাড়া । তুলে নেওয়া হয়েছিল 144 ধারা । কিন্তু, গতকাল শুরু হয় অশান্তি । মানিকপীর এলাকায় চলে বোমাবাজি । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF । এরই মধ্যে আজ ভাটপাড়া পরিদর্শন করতে আসে তৃণমূলের প্রতিনিধি দল ।
পুলিশের সঙ্গে বাগ-বিতণ্ডা এই সংক্রান্ত আরও খবর :ছন্দে ফিরছে ভাটপাড়া, কাল পরিদর্শনে তৃণমূলের প্রতিনিধি দল
বিকেল তিনটে নাগাদ কাঁকিনাড়া স্টেশন রোড থেকে মিছিল শুরু হয় । প্রতিনিধি দলের সদস্য ছাড়াও ছিলেন তৃণমূল কর্মীরাও । মিছিল ভাটপাড়া থানার কাছে আসতেই পুলিশ তা আটকে দেয় । যদিও তৃণমূল কর্মীরা দাবি করতে থাকেন, মিছিল ছেড়ে দেওয়া হোক । তাঁরা কাছাড়িমোড় পর্যন্ত যেতে চান । তবে, পুলিশ তাদের এগোতে দেয়নি । জানায়, কাছাড়িমোড় গেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে । প্রসঙ্গত, কিছুদিন আগে কাছাড়িমোড়েই রাজনৈতিক সংঘর্ষ হয় । এর জেরে সেখানে দু'জনের মৃত্যু হয় । তাই, আজ ওই এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন প্রতিনিধি দলের সদস্যরা ।
এই সংক্রান্ত আরও খবর :ভাটপাড়ায় শান্তি মিছিল নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
তা না হওয়ায় পরে থানার সামনে থেকে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ । বলেন, "অর্জুন সিং ক্রিমিনাল । ওর কাছে অস্ত্র আছে । আমাদের দাবি, যারা অস্ত্র নিয়ে এসেছে তাদের গ্রেপ্তার করতে হবে । তাদের পান্ডা অর্জুন সিংকেও গ্রেপ্তার করতে হবে । অর্জুন সিংয়ের ক্ষমতা নেই শান্তি ফেরাবে । রাজ্য সরকার উদ্যোগ নিয়ে শান্তি ফিরিয়ে এনেছে ।"
সেইসঙ্গে ফিরহাদ বলেন, "ভাটপাড়ায় অশান্তিতে যারা মারা গেছে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব ।"