পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Worker Beaten: 2 বিজেপি কর্মীকে মারধর! অভিযুক্ত শাসক-কাউন্সিলর

দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ নাগের বিরুদ্ধে (TMC Councillor Prosenjit Nag) ৷ যদিও এই অভিযোগ সম্পর্কে প্রসেনজিৎ কোনও মন্তব্য করতে চাননি ৷

By

Published : Nov 8, 2022, 10:35 AM IST

BJP Worker Beaten
2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

কলকাতা, 8 নভেম্বর: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিধাননগরে ৷ অভিযুক্ত প্রসেনজিৎ নাগ (Prosenjit Nag) পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিকাশ বিশ্বাস ও রাজু বর নামে আহত দুই বিজেপি কর্মীকে বিধাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

আক্রান্ত বিজেপি কর্মীদের মধ্যে বিকাশ বিশ্বাসের অভিযোগ, তাঁদের দলীয় কর্মী রাজীবের একটি পারিবারিক বিষয়ে বিবাদ হয় । সেই বিবাদ মেটাতেই কাউন্সিলরের অফিসে সোমবার সন্ধ্যায় আলোচনায় বসেন তাঁরা । সেখানে যান বিকাশও ৷ অভিযোগ, বিকাশ পৌঁছতেই তাঁকে গালিগালাজ ও মারধর করা হয় । তাঁর আরও অভিযোগ, ডেঙ্গির বাড়বাড়ন্তের জন্য কয়েকদিন ধরেই 20 নম্বর ওয়ার্ডে ক্লিনিং ড্রাইভ চালাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা । এই নিয়ে বিকাশকে হুমকি দেওয়াও হয়েছিল । বিকাশকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন রাজু বর নামে আর এক বিজেপি কর্মী । তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।

2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

আরও পড়ুন:যারা অত্যাচার করেছে তাদের রেয়াত নয়, কাঁচড়াপাড়ায় এসে বার্তা শুভেন্দুর

ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন উত্তর শহরতলির সভাপতি অরিজিৎ বকসি । তবে রাত বারোটা পর্যন্ত এই ঘটনায় থানাতে অভিযোগ জানাননি তাঁরা । এই ঘটনা নিয়ে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ কোনও কথা বলেননি ।

ABOUT THE AUTHOR

...view details