বসিরহাট, 9 জুন : কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মাত্র পয়তাল্লিশ বছর বয়সেই মৃত্যু হল বসিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় মজুমদারের (TMC Councillor from Basirhat died by cardiac arrest) । বুধবার রাতে বারাসতের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ অজয় মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট জুড়ে । এত অল্প বয়সে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না অজয়ের পরিবার, দল ও এলাকাবাসী ৷
তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে বরাবরই পরিচিত ছিলেন অজয় মজুমদার । তাঁর সাংগঠনিক দক্ষতা এবং এলাকার সকলের কাছে জনপ্রিয় হওয়ার সুবাদে এবারের পৌরসভা নির্বাচনে অজয়কে প্রার্থীও করে তৃণমূল ৷ বসিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ড থেকে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে কাউন্সিলরও হন তিনি । কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিনমাসের মধ্যেই অকাল প্রয়াণ হল তাঁর ৷