পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Councillor Keeping Promise : প্রতিশ্রুতি ভোলেননি, ভোটে জিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ছেন ডা. বিবর্তন সাহা - TMC Councillor Dr Bibartan Saha has taken initiative to build a Health Centre in 21 no Ward

স্বাধীনতার পর এই প্রথমবার বারাসত পৌরসভার 21 ওয়ার্ড দখল করেছে তৃণমূল । ভোটের সময় এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন শাসকদলের কাউন্সিলর ডাঃ বিবর্তন সাহা । কাউন্সিলর হওয়ার 10 দিনের মাথাতেই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন (TMC Councillor Dr Bibartan Saha has taken initiative to build a Health Centre in 21 no Ward) ।

Councillor kept his Promise
প্রতিশ্রুতি পালন করতে উদ্যোগী তৃণমূল কাউন্সিলর

By

Published : Mar 12, 2022, 7:22 AM IST

বারাসত, 12 মার্চ : ভোটের সময় হাজার প্রতিশ্রুতি । আর ভোট মিটলেই রাজনৈতিক দলের নেতারা বেমালুম ভুলে যান সেই সমস্ত প্রতিশ্রুতি । এটাই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে । কিন্তু তা থেকে ব্যতিক্রমী হয়ে রইলেন সদ্য পৌরভোটে জেতা তৃণমূল কাউন্সিলর । তিনি বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. বিবর্তন সাহা । ভোটের সময় এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি । বাসিন্দাদের দাবি মেনে ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন । তাঁর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা (TMC Councillor Dr Bibartan Saha has taken initiative to build a Health Centre)।

দু'দশকের বেশি সময় ধরে ওয়ার্ডটি কখনও কংগ্রেস, আবার কখনও বামেদের ছিল । এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও দুই রাজনৈতিক দলের কোনও কাউন্সিলরই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার বিষয়ে কোনও উদ্যোগ নেননি । স্বাস্থ্যকেন্দ্র না থাকায় বাধ্য হয়েই তাঁদের চিকিৎসার জন্য পাশের ওয়ার্ডে যেতে হত । পৌরভোটে এই ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের চিকিৎসক প্রার্থী বিবর্তন সাহা । এলাকার ভোটারদের প্রতিশ্রুতি দেন, ভোট জিতলে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেবেন তিনি ।

সেই প্রতিশ্রুতির ফলও মেলে হাতেনাতে । 21 নম্বর ওয়ার্ডটি বামেদের থেকে ছিনিয়ে নেয় শাসকদল । 2 হাজারেরও বেশি ভোটে জেতেন তিনি । তবে ভোটে জিতে প্রতিশ্রুতির কথা ভুলে যাননি তিনি । কাউন্সিলর হওয়ার 10 দিনের মাথাতেই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন । বারাসতের বাদুর মহেশ্বরপুরে পৌরসভার একটি পরিত্যক্ত জমিকেও চিহ্নিত করা হয়েছে এই কাজের জন্য । সেখানেই গড়ে ওঠার কথা স্বাস্থ্যকেন্দ্রের । জেলা স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর পরিকাঠামো গড়ে তোলার কাজে সহযোগিতা করবে ।

আরও পড়ুন : স্বাধীনতার পর প্রথম বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ড দখল তৃণমূলের

বিবর্তন বলেন, ''21 নম্বর ওয়ার্ডটি যথেষ্ট বড় । বড় এলাকা হওয়া সত্ত্বেও এখানে কোনও স্বাস্থ্যকেন্দ্র এতদিন গড়ে ওঠেনি । এই নিয়ে মানুষের অভাব অভিযোগও রয়েছে । ভোটের সময় এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভোটে জিতেই এই ব‍্যাপারে উদ্যোগ নেব । কাউন্সিলর হয়েই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার ওপর জোর দিয়েছি । জেলা স্বাস্থ্য দফতর এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । এলাকার বাসিন্দাদের দাবি পূরণ করতে পেরে খুব ভাল লাগছে ।''

বিষয়টি নিয়ে জেলার আরবান হেলথ মিশনের নোডাল অফিসার ডাক্তার চিন্ময় নন্দী বলেন, "সংক্রামক এবং অসংক্রামক সমস্ত ধরনের রোগের চিকিৎসাই এই স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে । ভবিষ্যতে এখানে টেলি মেডিসিন ব্যবস্থার চিন্তাভাবনাও রয়েছে আমাদের ।''

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details