বারাসত, 12 মার্চ : ভোটের সময় হাজার প্রতিশ্রুতি । আর ভোট মিটলেই রাজনৈতিক দলের নেতারা বেমালুম ভুলে যান সেই সমস্ত প্রতিশ্রুতি । এটাই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে । কিন্তু তা থেকে ব্যতিক্রমী হয়ে রইলেন সদ্য পৌরভোটে জেতা তৃণমূল কাউন্সিলর । তিনি বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. বিবর্তন সাহা । ভোটের সময় এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি । বাসিন্দাদের দাবি মেনে ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন । তাঁর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা (TMC Councillor Dr Bibartan Saha has taken initiative to build a Health Centre)।
দু'দশকের বেশি সময় ধরে ওয়ার্ডটি কখনও কংগ্রেস, আবার কখনও বামেদের ছিল । এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও দুই রাজনৈতিক দলের কোনও কাউন্সিলরই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার বিষয়ে কোনও উদ্যোগ নেননি । স্বাস্থ্যকেন্দ্র না থাকায় বাধ্য হয়েই তাঁদের চিকিৎসার জন্য পাশের ওয়ার্ডে যেতে হত । পৌরভোটে এই ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের চিকিৎসক প্রার্থী বিবর্তন সাহা । এলাকার ভোটারদের প্রতিশ্রুতি দেন, ভোট জিতলে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেবেন তিনি ।
সেই প্রতিশ্রুতির ফলও মেলে হাতেনাতে । 21 নম্বর ওয়ার্ডটি বামেদের থেকে ছিনিয়ে নেয় শাসকদল । 2 হাজারেরও বেশি ভোটে জেতেন তিনি । তবে ভোটে জিতে প্রতিশ্রুতির কথা ভুলে যাননি তিনি । কাউন্সিলর হওয়ার 10 দিনের মাথাতেই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন । বারাসতের বাদুর মহেশ্বরপুরে পৌরসভার একটি পরিত্যক্ত জমিকেও চিহ্নিত করা হয়েছে এই কাজের জন্য । সেখানেই গড়ে ওঠার কথা স্বাস্থ্যকেন্দ্রের । জেলা স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর পরিকাঠামো গড়ে তোলার কাজে সহযোগিতা করবে ।