পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kamarhati Land Problem : জমি বিবাদ, সালিশি সভায় মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে - tmc councillor allegedly beats up a man over land dispute at kamarhati

কামারহাটি পুরসভার চিংড়ি তালাব এলাকায় পারিবারিক বিবাদ ৷ সেই বিবাদে মারধরের ঘটনায় নাম জড়ালো তৃণমূল কাউন্সিলর আফসানা খাতুনের নাম (TMC Councillor Beats Up a Man) ৷ আক্রান্তের তরফ থেকে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের ৷ তদন্তে পুলিশ ৷

Kamarhati Land Problem news
কামারহাটিতে সালিশি সভায় মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

By

Published : May 19, 2022, 6:06 PM IST

কামারহাটি, 19 মে : জমি ভাগ নিয়ে পারিবারিক বিবাদের জেরে চাঞ্চল্য় ছড়াল এলাকায় ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার 3 নং ওয়ার্ডের চিংড়ি তালাব এলাকার ৷ মারধরের অভিযোগ কাউন্সিলর আফসানা খাতুন ও তাঁর দলবলের বিরুদ্ধে (TMC Councillor Beats Up a Man) ৷

কামারহাটি পুরসভার চিংড়ি তালাব এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক আক্রম আলির অভিযোগ, তাঁদের বাড়ির জমি ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল ৷ এক ভাইয়ের মৃত্যুর পর ভাইয়ের স্ত্রী স্থানীয় দুষ্কৃতী আনিসুর রহমান (গুড্ডু), 2 নং ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনদের ডেকে এনে আক্রম আলি ও তাঁর পরিবারকে হুমকি দেয় ৷ সমস্যা সমাধানের জন্য জানুয়ারি মাসে এ নিয়ে স্থানীয় ক্লাবে তাঁকে ডেকে পাঠানোও হয় ৷ সেখানে কাউন্সিলর আফসানা খাতুন আক্রমকে মারধর করে এবং পুরো ঘটনা সিসি টিভি বন্দি করে ৷

আরও পড়ুন :Gosaba TMC Leader Attacked : গোসাবায় যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি

এরপর এই মাস অর্থাৎ মে মাসের 16 তারিখ আক্রমকে ডেকে নিয়ে গিয়ে বিটি রোডের ধারে একটি বাড়ির মধ্যে ফের মারধর করে বলে অভিযোগ ৷ এমনকী তাঁর বাড়িতে এসে বোমা ও বন্দুকের ভয় দেখিয়ে ওই জমিতে পাঁচিল দেওয়ানো হয় ৷ অভিযোগের তির ওই কাউন্সিলর ও তার লোকজনের বিরুদ্ধে ৷ আক্রম আলির আরও অভিযোগ, তাঁর গাড়ি চালানোও বন্ধ করে দেন ওই কাউন্সিলর ৷ কাউন্সিলর আফসানা খাতুনেন পাল্টা অভিযোগ, মৃত ভাইয়ের স্ত্রীকে জমির ভাগ দিচ্ছিল না আক্রম ৷ তাই তিনি সমস্যা সমাধানের জন্য গিয়েছিলেন ৷ তাঁর উপর হামলার চেষ্টা করছিল আক্রম আলি ৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি নিজেকে বাঁচাতে মারধর করেছেন ৷ যদিও এমন কোনও ঘটনা জানা নেই বলে দাবি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার । ঘটনার সুবিচার চেয়ে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত আক্রম আলি । বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details