পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি 'জুজু', বাড়িতে তালা ঝুলিয়ে উধাও কাউন্সিলর - বারাসত

কাটমানি ইশুতে জেলায় জেলায় ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে । কোথাও প্লাকার্ড হাতে বিক্ষোভ, আবার কোথাও শাসকদলের নেতা, কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ । রোজ এমনই ছবি উঠে আসছে রাজ‍্যের বিভিন্ন জায়গায় । বাদ যায়নি উত্তর ২৪ পরগনার বারাসত‌ও । কাটমানি ফেরতের দাবিতে বারাসত পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার লোকজন ।

কাটমানি

By

Published : Jun 29, 2019, 3:56 AM IST

বারাসত, 29 জুন : কাটমানি ইশুতে জেলায় জেলায় ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে । কোথাও প্লাকার্ড হাতে বিক্ষোভ, আবার কোথাও শাসকদলের নেতা, কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ । রোজ এমনই ছবি উঠে আসছে রাজ‍্যের বিভিন্ন জায়গায় । বাদ যায়নি উত্তর ২৪ পরগনার বারাসত‌ও । কাটমানি ফেরতের দাবিতে বারাসত পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার লোকজন । এবার কাটমানি বিক্ষোভের আশঙ্কায় বাড়িতে তালা ঝুলিয়ে সপরিবারে উধাও হলেন ওই পৌরসভার‌ই তৃণমূল কাউন্সিলর রীনা অধিকারী । তিনি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।

গত দু-দিন ধরেই সপরিবারে রীনা অধিকারী বাড়ি ছাড়া । শুক্রবার দুপুরেও বারাসতে কাউন্সিলরের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার বাড়ির সামনে-পিছনের গেটে তালা ঝুলছে । 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কাউন্সিলর রীনা অধিকারী কয়েক লক্ষ টাকা কাটমানি নিয়েছেন । এখন কাটমানির টাকা ফেরত চাইলে, তিনি টাকা নেওয়ার বিষয়টিই অস্বীকার করছেন । এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর রীনা অধিকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ।

রীনা অধিকারীর দাবি, "আমি কারও কাছ থেকে টাকা নিইনি । মিথ‍্যা অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে ।" দলের কিছু লোক ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । কাটমানির নিয়ে না থাকেন, তাহলে বাড়িছাড়া কেন ? এই প্রশ্নের উত্তরে রীনা দেবী বলেন,"আমি অসুস্থ । চিকিৎসায় রয়েছি । স্বামী ও ছেলে বাড়িতে রয়েছে । তবে, কাউন্সিলর এই দাবি করলেও বাড়িতে তাঁর স্বামী কিংবা ছেলের কোন‌ও খোঁজ পাওয়া যায়নি। কাটমানি নেওয়ার প্রসঙ্গে বারাসত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, "এটা যিনি টাকা দিয়েছেন এবং যিনি নিয়েছেন তাঁদের ব‍্যাপার। এ সবের সঙ্গে আমাদের কোন‌ও সম্পর্ক নেই ।"

ABOUT THE AUTHOR

...view details