বারাসত, 26 এপ্রিল : পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতে এসে আত্মসমর্পণ করলেন অশোকনগর-কল্যাণগড় পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান (tmc chairman of ashokenagar kalyangarh municipality surrender) । মিলল অন্তবর্তী জামিনও। ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন চেয়ারম্যান প্রবোধ সরকার।
আদালত সূত্রে খবর, বছর কয়েক আগে রানু সরকার নামে অশোকনগরের এক মহিলা অভিযোগ দায়ের করেন, তিনি তফসিলি জাতিভুক্ত হওয়া সত্বেও তাঁর জাত তুলে গালাগালি করেছেন প্রবোধ সরকার-সহ শাসকদলের তিন নেতা। প্রতিবাদ করলে তাঁকে মারধর, প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রেক্ষিতে অশোকনগর থানার পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয় বারাসত আদালতের তরফে। সেইমতো 2021 সালে প্রবোধ, তাঁর স্ত্রী এবং স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ।
ভারতীয় দণ্ডবিধির 325, 506, 341, 195(এ) এবং এসসি-এসটির 3 নম্বর ধারায় মামলা রুজু হয় এই তিন তৃণমূল নেতার বিরুদ্ধে। মারধর, হুমকি-সহ অন্যান্য ধারাগুলো জামিন যোগ্য হলেও জাতি বিদ্বেষমূলক মন্তব্যটি জামিন অযোগ্য বলে বিবেচিত। সেই কারণে তৃণমূল চেয়ারম্যান প্রবোধ সরকার-সহ বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বারাসত বিশেষ আদালতের বিচারক।
আরও পড়ুন :সত্যিই কি পাসপোর্ট নেই অনুব্রতর ? জানতে চিঠি সিবিআইয়ের
ইতিমধ্যে সেই নির্দেশের কপি অশোকনগর থানায় পৌঁছে দেওয়া হয়েছে আদালত মারফত। আদালতের নির্দেশ নিয়ে সোমবার আমল দিতে না চাইলেও গ্রেফতারি এড়াতে মঙ্গলবার দুপুরে বারাসত আদালতে সস্ত্রীক সটান হাজির হয়ে যান প্রবোধ সরকার। এরপর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন দু'জনেই।