পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bongaon Municipality By Poll 2022 বনগাঁ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূলের পাপাই রাহা - বনগাঁ পৌরসভার উপনির্বাচন

বনগাঁ পৌরসভার উপনির্বাচনের গণনায় অংশগ্রহণ করলেন না বিরোধীরা ৷ বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল ৷ গণনা শেষে দেখা গিয়েছে, তৃণমূল প্রার্থী পাপাই রাহা 2,842 ভোট পেয়েছেন (Bongaon Municipality By Poll) ।

TMC candidate Papai Raha wins Bongaon Municipality By Poll 2022
Bongaon Municipality By Poll 2022

By

Published : Aug 24, 2022, 12:30 PM IST

Updated : Aug 24, 2022, 2:25 PM IST

বনগাঁ, 24 অগস্ট:বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে (Bongaon Municipality By Poll 2022) ব্যাপক ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকুমার পালকে 2,118 ভোটে পরাজিত করেছেন তিনি । যদিও আজকের এই গণনায় অংশগ্রহণ করেননি বিরোধী তিন দলের কোনও প্রতিনিধি । বিরোধীরা অভিযোগ তুলেছেন 21 জুলাই ভোট হয়নি । শাসকদল সকাল থেকে ভোট লুট করেছে, তাই তারা গণনায় অংশগ্রহণ করেননি বলে অভিযোগ । তবে তৃণমূলের দাবি, হেরে যাবে জেনে গণনায় অংশগ্রহণ করেনি বিজেপি ।

গত রবিবার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী তিন দল সিপিআইএম, বিজেপি ও জাতীয় কংগ্রেস অভিযোগ তুলেছিলেন ভোট লুটের । তারা অভিযোগ করেছিল, তাদের কর্মী সমার্থক ও বুথ এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে তৃণমূল । এই অভিযোগে রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরা । ভোট শেষে তৃণমূল দাবি করেছিল শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং তারা ব্যাপক ভোটে জয়লাভ করবেন । তাদের প্রত্যাশামতো গণনা শেষে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী পাপাই রাহা 2,842 ভোট পেয়েছেন (TMC candidate wins Bongaon Municipality By Poll) । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকুমার পালকে 2,118 ভোটে পরাজিত করেছেন ।

উপর্নিবাচনে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল 724 ভোট, সিপিআইএম প্রার্থী ধৃতিমান পাল 332 ভোট ও জাতীয় কংগ্রেস প্রভাস পাল 52 ভোট পেয়েছেন । জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে ব্যান্ড বাজিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন । এ দিনের এই জয় নিয়ে তৃণমূল প্রার্থী পাপাই রাহা বলেন, "এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমাদের ভোট বেড়েছে । আগামিদিনে ওয়ার্ডের উন্নয়ন করাই আমার লক্ষ্য।"

আরও পড়ুন:বনগাঁ পৌরসভা উপনির্বাচনে উত্তেজনা, তৃণমূল বিজেপি হাতাহাতি

গণনায় অংশগ্রহণ না করা নিয়ে বিজেপির বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, "পৌরসভার উপনির্বাচনে কোনও ভোটই হয়নি । আমি বিধায়ক হয়েও ভোট দিতে পারিনি । আমার পরিবার ভোট দিতে পারেনি ।" তাঁর দাবি, "যেখানে ভোট হয়নি সেখানে গণনায় অংশগ্রহণ করার কোনও মানেই হয় না । ভোট গণনায় অংশগ্রহণ করব না সেটা প্রশাসনকে আগেই জানিয়ে দিয়েছিলাম ।"

তৃণমূল প্রার্থী পাপাই রাহা 2842 ভোট পেয়েছেন

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, "পৌরভোটে আমাদের গোঁজ প্রার্থী ছিল । সেই ভোটটা আমাদের মধ্যে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কিছুটা বেড়েছে । পৌরসভা নির্বাচনে বিরোধীরা যা ভোট পেয়েছিল প্রায় সমান ভোটই পেয়েছে । ফলে তারা মিথ্যা অভিযোগ করছে । ভোটে হেরে যাবে জেনে লোক লজ্জার ভয়ে তারা গণনায় অংশগ্রহণ করেননি এবং ভোটের দিন থেকে নাটক করে গিয়েছেন ।"

প্রসঙ্গত, পৌর নির্বাচনে তৃণমূল প্রার্থী দিলীপ দাস 1361 ভোট পেয়েছিলেন । তৃণমূলের নির্দল প্রার্থী কবিতা বালা 975 ভোট এবং বিজেপি প্রার্থী জ্ঞানপ্রকাশ ঘোষ 932 ভোট পেয়েছিলেন ।

জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে ব্যান্ড বাজিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন
Last Updated : Aug 24, 2022, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details