বনগাঁ, 24 অগস্ট:বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে (Bongaon Municipality By Poll 2022) ব্যাপক ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকুমার পালকে 2,118 ভোটে পরাজিত করেছেন তিনি । যদিও আজকের এই গণনায় অংশগ্রহণ করেননি বিরোধী তিন দলের কোনও প্রতিনিধি । বিরোধীরা অভিযোগ তুলেছেন 21 জুলাই ভোট হয়নি । শাসকদল সকাল থেকে ভোট লুট করেছে, তাই তারা গণনায় অংশগ্রহণ করেননি বলে অভিযোগ । তবে তৃণমূলের দাবি, হেরে যাবে জেনে গণনায় অংশগ্রহণ করেনি বিজেপি ।
গত রবিবার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী তিন দল সিপিআইএম, বিজেপি ও জাতীয় কংগ্রেস অভিযোগ তুলেছিলেন ভোট লুটের । তারা অভিযোগ করেছিল, তাদের কর্মী সমার্থক ও বুথ এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে তৃণমূল । এই অভিযোগে রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরা । ভোট শেষে তৃণমূল দাবি করেছিল শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং তারা ব্যাপক ভোটে জয়লাভ করবেন । তাদের প্রত্যাশামতো গণনা শেষে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী পাপাই রাহা 2,842 ভোট পেয়েছেন (TMC candidate wins Bongaon Municipality By Poll) । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকুমার পালকে 2,118 ভোটে পরাজিত করেছেন ।
উপর্নিবাচনে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল 724 ভোট, সিপিআইএম প্রার্থী ধৃতিমান পাল 332 ভোট ও জাতীয় কংগ্রেস প্রভাস পাল 52 ভোট পেয়েছেন । জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে ব্যান্ড বাজিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন । এ দিনের এই জয় নিয়ে তৃণমূল প্রার্থী পাপাই রাহা বলেন, "এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমাদের ভোট বেড়েছে । আগামিদিনে ওয়ার্ডের উন্নয়ন করাই আমার লক্ষ্য।"