পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কামারহাটিতে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী - central force

কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের ক্য়াম্প অফিস ভাঙার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, মহিলাদের সঙ্গে অসভ্যতা করা ও পাড়ায় BJP কে ভোট দেওয়ার হুমকি দিয়েছে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ করলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান পারিষদ বিমল সাহা

তৃণমূল

By

Published : May 19, 2019, 5:28 PM IST

কামারহাটি, 19 মে : তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর। ঘটনাটি উত্তর 24 পরগণার কামারহাটির । অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী।
তৃণমূলের দাবি, কামারহাটির 24 নম্বর ওয়ার্ডে তাদের ক্যাম্প অফিসে ভাঙচুর চালান হয়। শুধু তাই নয়, বুথের 200 মিটারের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে বলেও অভিযোগ তৃণমূলের। । তাদের দাবি , মহিলাদের শাড়ি, জামা টেনে ধরে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয় এমনকি মারধরও করা হয়।

কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর CIC হেল্থ বিমল সাহা বলেন , " শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল । কেন্দ্রীয় বাহিনী এসে তাণ্ডব শুরু করল। মহিলাদের মারধর করল। আমাদের ক্যাম্প অফিস ভেঙেদেওয়া হল। "

ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থানে আসেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। তাঁর নেতৃত্বে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মীরা। বিক্ষোভ তুলতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

ABOUT THE AUTHOR

...view details