হালিশহর, 5 জুলাই : BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হালিশহরের বলদেঘাটা অঞ্চল । ভাঙচুর করা হল BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি । আগুন লাগানো হয় BJP কর্মীদের বাইকে । এদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের স্থানীয় পার্টি অফিসেও ।
আজ হালিশহরের বলদেঘাটা অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে আলোচনায় বসেছিলেন BJP সাংসদ অর্জুন সিং । অভিযোগ, ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে সাংসদের গাড়ি ও কর্মীদের বাইক ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় । তারা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অর্জুন সিংয়ের অভিযোগ ।