ব্যারাকপুর, 27 ফেব্রুয়ারি : বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ ব্যারাকপুরে ৷ জখম 10 নম্বর ওয়ার্ডের BJP নেতা তথা প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আঁশ ও তৃণমূল নেতা সৌরভ কর্মকার । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আজ ব্যারাকপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ বাধে ৷