পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন পোড়ানোর অভিযোগ ; উত্তেজনা বারাসতে

আগামী 27 ফেব্রুয়ারি বারাসত পৌরসভার নির্বাচন (Barasat Municipality Election)

Bengal Civic Polls
মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন পোড়ানোর অভিযোগ, উত্তেজনা বারাসতে

By

Published : Feb 21, 2022, 9:40 PM IST

Updated : Feb 21, 2022, 10:27 PM IST

বারাসত, 21 ফেব্রুয়ারি: নির্বাচনী সভার আগেই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনা ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে । স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ,"ঘটনার পিছনে বিরোধী রাজনৈতিক দলের হাত রয়েছে । ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতেই এই ধরণের নোংরা রাজনীতির খেলায় নেমেছে তারা"। যদিও শাসকদলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধী শিবির । পাল্টা এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বারাসত পৌরসভার এবারের নির্বাচনে (Barasat Municipality Election) 21 নম্বর ওয়ার্ডটি বামেদের থেকে দখল করতে এবার কার্যত মরিয়া শাসকদল তৃণমূল কমগ্রেস । এবার এখানে তৃণমূলের তুরুপের তাস চিকিৎসক বিবর্তন সাহা । স্বচ্ছ ভাবমূর্তির এই চিকিৎসককেই এবারের পৌরভোটে শাসকদল প্রার্থী করেছে 21 নম্বর ওয়ার্ডে ৷ প্রার্থী হওয়ার পর থেকেই সেখানে মাটি কামড়ে পড়ে আছেন তৃণমূল প্রার্থী ৷ চিকিৎসক হওয়ার সুবাদে তিনি বাড়ি বাড়ি ঘুরে বিনা পয়সার রোগীও দেখে দিচ্ছেন । এর ফলে মানুষের আস্থাও বাড়তে শুরু করেছে চিকিৎসক প্রার্থী বিবর্তন সাহার ওপর । ইতিমধ্যে তাঁর হয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ থেকে শুরু করে জেলা তৃণমূলের প্রথম সারির নেতারা প্রচারও করে গিয়েছেন ।

মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন পোড়ানোর অভিযোগ, উত্তেজনা বারাসতে

তাঁর সমর্থনে এদিন শিল্পী অনিন্দ্য চৌধুরীর সভা করার কথা ছিল, কিন্তু অভিযোগ, তার আগেই রবিবার রাতে নয় বিঘা কলোনির শরৎ মুখোপাধ্যায় রোড়ের বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয় ৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ফেস্টুনেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ৷ রাতের অন্ধকারে বিরোধী দলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ শাসক শিবিরের । সোমবার সকালে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাদু ফাঁড়ির পুলিশ ।

আরও পড়ুন : সকাল 9টার মধ্যে ভোট দিলে বামফ্রন্টই জিতবে, প্রত্যয়ী সেলিম

এই বিষয়ে 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিবর্তন সাহা বলেন,"রাম ও বামের অশুভ আঁতাত তৈরি হয়েছে এখানে । সেই অশুভ আঁতাত-ই এই ঘৃণ্য কাজ করে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে । এখানকার শান্তিপূর্ণ মানুষ ওদের পাতা ফাঁদে পা দেবে না । মানুষ এবারের ভোটে পরাস্ত করবে অশুভ আঁতাত-কে"। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন তাঁর প্রতিপক্ষ বাম প্রার্থী চন্দ্রনাথ মল্লিক । এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"বামেরা এই ধরনের নোংরা রাজনীতি করে না । খোঁজ নিলে দেখা যাবে ঘটনার পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব জড়িত । নিজেদের কলহ ঢাকতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বামেদের বিরুদ্ধে"।

Last Updated : Feb 21, 2022, 10:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details