উত্তর 24 পরগনার খড়িবাড়ি থেকে বামপন্থী মিছিলের পাশে তৃণমূল কর্মীদের উদ্দাম নৃত্যের অভিযোগ শাসন, 14 জানুয়ারি: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিলের মাঝে উদ্দাম নাচ ! তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ রীতিমতো ডিজে বাজিয়ে 'খেলা হবে' স্লোগানের তালে তাল মেলাতে দেখা গেল শাসকদলের কর্মী-সমর্থকদের ৷ পালটা মিছিল থেকে ধেয়ে আসে 'চোর'-স্লোগানও ৷ যা ঘিরে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় উত্তর 24 পরগনার শাসনের কৃষ্ণমাটি এলাকায় ৷ যদিও পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ায় বড় অঘটন ঘটেনি ।
তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিরুদ্ধে শুক্রবার উত্তর 24 পরগনার খড়িবাড়ি থেকে কলুপাড়া পর্যন্ত বিশাল মিছিল করে সিপিএম । পদযাত্রার পুরোভাগে ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে জেলা নেতৃত্বরা ৷ এছাড়া দলীয় নেতা পলাশ দাশ, মৃণাল চক্রবর্তী, গার্গি চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যরাও মিছিলে অংশ নিয়েছিলেন ৷ এদিন বিকেলে শাসনের খড়িবাড়ি থেকে সিপিএমের পদযাত্রা শুরু হয় ৷
আরও পড়ুন: কর্মীর বাড়িতে ছবি তুললেও খাবার স্পর্শ করলেন না 'দিদির দূত' শতাব্দী ! অভিযোগ অস্বীকার সাংসদের
তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, পদযাত্রা যখন বাদু রোড ধরে মধ্যমগ্রামের কলুপাড়ার দিকে আসছে, ঠিক তখনই বিপত্তি ঘটে ৷ আচমকা কৃষ্ণমাটি এলাকার রাস্তার ধারে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ শুরু করেন কয়েকজন ব্যক্তি ৷ তাঁদের হাতে তৃণমূলের পতাকা ছিল । কয়েকজন মিছিলের পথ আটকে নাচতে থাকেন ৷ এর সঙ্গে চলে 'খেলা হবে' স্লোগান এবং তার তালে তাল মেলাতেও দেখা যায় ঘাসফুল শিবিরের সক্রিয় কর্মীদের ৷ স্বভাবতই, সিপিএমের মিছিল ঘিরে তৃণমূল কর্মীদের এমন বিশৃঙ্খলতায় সাময়িক উত্তেজনা তৈরি হয় ৷
যদিও পুলিশ প্রথম থেকেই তৎপর ছিল । আর তাই কোনও রকম অশান্তি যাতে না ঘটে, তার জন্য তৎপর ছিল । তাই বামপন্থী মিছিলের গা ঘেঁষে তৃণমূলের ডিজে বাজিয়ে এমন উদ্দাম নাচেও কোনও রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি ৷ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সেলিম বলেন, "মিছিলে আমাকে দেখেছে ৷ তাই ওরা আনন্দে নাচতে শুরু করেছে ৷" তবে এ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷