পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Politics : বারাসতে আরএসএস কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ - তৃণমূল কংগ্রেস

ভোটের ফল প্রকাশিত হয়েছে মাস খানেকের বেশি হল ৷ তবে এখনও ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বারাসতে ৷ সেখানে এক আরএসএস (RSS) কর্মীর বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে ৷ বারাসত থানায় অভিযোগ জানিয়েছে আক্রান্ত পরিবার ৷

আরএসএস কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ
আরএসএস কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ

By

Published : Jun 10, 2021, 7:42 PM IST

বারাসত, 10 জুন : ভোট পরবর্তী হিংসা থামার বিরাম নেই উত্তর 24 পরগনা জেলায় । মধ্যরাতে এক আরএসএস (RSS) কর্মীর বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জেলার সদর শহর বারাসতে । অভিযোগ, একাধিকবার হামলার পাশাপাশি আরএসএস কর্মী শৈলেন্দ্রনাথ বিশ্বাস এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে । ফলে রীতিমতো আতঙ্কে দিন কাটছে পরিবারের লোকেদের । ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয়েছে সন্ত্রস্ত ওই আরএসএস কর্মীর পরিবার । অভিযোগ দায়ের হয়েছে বারাসত থানায় । তদন্ত শুরু হলেও এখনও অধরা দুষ্কৃতীরা । যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের ।

এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে । কিন্তু তারপরও যেন অশান্তি থামার কোনও লক্ষ্মণ নেই উত্তর 24 পরগনা জেলায় । কোথাও বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা, ভাঙচুরের অভিযোগ । আবার কোথাও বিরোধী দলের কর্মীদের বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে । বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে । যদিও তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ বারবার অস্বীকার করেছে । ইতিমধ্যে শাসকদলের সন্ত্রাস এবং ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির । তা সত্ত্বেও বিজেপি ও তার সহযোগী শাখা সংগঠনের কর্মী-সমর্থকদের বাড়িতে তৃণমূল সন্ত্রাস চলছে বলে অভিযোগ । তা আবারও স্পষ্ট হল ওই আরএসএস কর্মীর বাড়িতে হামলা থেকেই ।

বারাসতে পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে আরএসএস কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় অভিযোগ দায়ের হল থানায় ৷

বারাসত পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের ভাঙা পাঁচিল এলাকায় বাড়ি আরএসএস কর্মী শৈলেন্দ্রনাথ বিশ্বাসের । বুধবার রাতে সেখানেই লাঠিসোঁটা নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । হামলার সময় এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ । সেই ছবি ধরা পড়েছে আরএসএস কর্মীর বাড়ির সিসিটিভিতে । হামলাকারীদের বেশ কিছুক্ষণ ধরে দাপিয়ে বেড়ানোর দৃশ্যও স্পষ্ট ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে । হামলা ও বোমাবাজির পর থেকেই আতঙ্কে রয়েছেন আরএসএস কর্মীর পরিবার । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

এদিকে ঘটনার পর বৃহস্পতিবার সকালে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন ভীত-সন্ত্রস্ত আরএসএস পরিবার । থানার সামনে দাঁড়িয়ে শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, "2 মে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অত্যাচার শুরু হয়েছে । দিনদিন সেই উৎপাত বেড়েই চলেছে । হামলা, ভাঙচুর, বোমাবাজি কিছুই বাদ যাচ্ছে না । শুধুমাত্র আরএসএস করার কারণেই এইভাবে অত্যাচার করা হচ্ছে । পুলিশের কাছে আবেদন, এর একটা বিহিত হওয়া দরকার । দীর্ঘদিন এভাবে চলতে পারে না ৷"

ওই আরএসএস কর্মীর স্ত্রী বিথীকা বিশ্বাস বলেন, "তৃণমূলের সন্ত্রাসে পরিবার নিয়ে বাড়িতে বসবাস করতে পারছি না । যখন-তখন বাড়িতে এসে হামলা চালাচ্ছে ৷ শাসিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা । বোমাবাজির জেরে অসুস্থ শাশুড়ি আরও অসুস্থ হয়ে পড়েছেন । হামলাকারীরা আমাদের সবাইকে জানে মেরে দেবে বলেও হুমকি দিয়েছে ৷ আমাদের আর কেউ বাঁচাতে পারবে না ?ওরা আমাদের মেরেই ফেলবে ?" বলেই কাঁদতে শুরু করেন বিথীকা ।

তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে ।

অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করলেও এখনও অবধি হামলাকারীদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি । এই বিষয়ে বারাসত থানার পুলিশ জানিয়েছে, "সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে । তাই আশা করা যায়, শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে ৷"

আরও পড়ুন : পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, কাঠগড়ায় তৃণমূল

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details