পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: মিনাখাঁয় সিপিএম পার্টি অফিসে ঢুকে হামলায় অভিযুক্ত তৃণমূল - পঞ্চায়েত ভোট

উত্তর 24 পরগনার মিনাখাঁয় সিপিএম পার্টি অফিসে ঢুকে হামলার অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে । পুলিশের সামনেই বেধড়ক মারধরের অভিযোগ । আক্রান্ত দুই জেলা কমিটির সদস্য-সহ আরও অনেকে । ধিক্কার দিবসের ডাক দিয়েছে মহিলা সমিতি ।

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 12, 2023, 8:10 PM IST

মিনাখাঁ (উত্তর 24 পরগনা), 12 জুন: পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে । ভোটের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ । দক্ষিণের বিভিন্ন জেলায় যখন মনোনয়ন প্রক্রিয়া ঘিরে হিংসা, অশান্তি বাড়তে শুরু করেছে, তখন কিন্তু এর থেকে বাদ গেল না উত্তর 24 পরগনাও ।

অভিযোগ, তৃণমূলী দুষ্কৃতীদের হামলায় সিপিএমের কারও মাথা ফাটল, তো কারও ভাঙল হাত । সোমবার রক্ত ঝরল উত্তর 24 পরগনার মিনাখাঁয় । যা ঘিরে আরও একবার প্রশ্ন তুলে দিল সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিয়েই । সিপিএমের দাবি, তৃণমূল দুষ্কৃতীদের হামলায় তাঁদের দুই জেলা কমিটির সদস্য রানা রায় ও সোমা চক্রবর্তী (দাস) গুরুতর আহত হয়েছেন । এছাড়াও জখম হয়েছেন আরও কয়েকজন ৷ পুলিশের সামনেই এই হামলা চলে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক শিবিরের তরফে । পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে ।

আক্রান্ত সিপিএম নেতা

সিপিএমের অভিযোগ, এ দিন দুপুরে মিনাখাঁ থানার ঢিল ছোড়া দূরত্বে সিপিএম কার্যালয়ে ঢুকে একদল দুষ্কৃতী হামলা চালায় । ঘটনার সময় দলের নেতা-কর্মীরা পার্টি অফিসে বসে প্রার্থীদের মনোনয়নের ফরম ফিলাপ করছিলেন । চলছিল আলোচনাও । তখনই অতর্কিতে হামলা করে তৃণমূল দুষ্কৃতীরা । কিছু বুঝে ওঠার আগেই বাঁশ, লাঠি নিয়ে সিপিএম নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা । পার্টি অফিসের মধ্যেই বেধড়ক মারধর করা হয় তাঁদের । মনোনয়নপত্রও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে থানা থেকে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল ফোর্স ।

আক্রান্ত সিপিএম নেতা

অভিযোগ, তারপরও রেহাই মেলেনি আক্রান্তদের । একপ্রকার পুলিশের সামনেই তাণ্ডব চালিয়ে কলার উঁচু করে দুষ্কৃতীরা বেরিয়ে যান বলে অভিযোগ উঠেছে । ঘটনার পরই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন সিপিএম নেতৃত্ব । দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতেও সরব হন তাঁরা ।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে প্রেস রিলিজ জারি করে বলা হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন হোক তা চায় না রাজ্যের শাসকদল । সেই কারণে ভয় পেয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে তারা । রাজ‍্য নির্বাচন কমিশনের কাছে সিপিএমের মহিলা সমিতির তরফ থেকে দাবি করা হয়েছে, মহিলা প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হোক । তা না হলে এই ঘটনার প্রতিবাদে রাজ্যের সর্বত্র ধিক্কার মিছিল করার আহ্বান জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন:বড়শুলে তৃণমূলের মারে মাথা ফাটল সিপিএম কর্মীর, তৃতীয়দিনেও মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত রাজ্যে

ABOUT THE AUTHOR

...view details