দেগঙ্গা, 2 সেপ্টেম্বর : কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ ওই কিশোরীকেও হাসপতালে ভর্তি করা হয়েছে ৷ তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ দেগঙ্গা থানার পুলিশ মেয়েটির গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ৷
আরও পড়ুন :Bagnan Gang Rape : বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা সহ 5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘আক্রান্ত’ কিশোরী আদতে বসিরহাটের বাসিন্দা ৷ কয়েক দিন আগে দেগঙ্গায় মামাবাড়িতে বেড়াতে আসে সে ৷ বুধবার রাতে স্থানীয় লেবুতলা বাজারে গিয়েছিল মেয়েটি ৷ অভিযোগ, বাজার করে মামাবড়িতে ফেরার সময়েই তার পথ আটকায় তিন যুবক ৷ কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে তুলে একটি বাগানের ভিতর নিয়ে যায় তারা ৷ তারপরই কিশোরীকে গণধর্ষণ করা হয় ৷ তার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে তিন যুবক ৷ বাসিন্দারা তাদের ধরে ফেলেন ৷ অভিযুকক্তদের আটকে রাখা হয় স্থানীয় একটি ক্লাব ঘরে ৷ পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ ৷