বারাসত, 8 মে : কো-অপারেটিভ ব্যাঙ্কের 43 লাখ টাকা জালিয়াতির অভিযোগ । ব্যাঙ্কের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কুট্টি মজুমদার, অমিত ভদ্র ও কৈলাস রায় । ধৃতদের মধ্যে ব্যাঙ্কের ইনচার্জ এবং ক্যাশিয়ারও রয়েছেন । ঘটনা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে । ব্যাঙ্ক জালিয়াতির পিছনে আর কেউ জড়িত আছে কি না, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
জানা গেছে, বারাসতের কো-অপারেটিভ ব্যাঙ্কের দুটি শাখা রয়েছে । সমবায় ব্যাঙ্কের ন'পাড়ার শাখাতে এই জালিয়াতির ঘটনা ঘটেছে । ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, ঘটনাটি সামনে আসে দু'দিন আগে । ওইদিন ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে গিয়ে 43 লাখ টাকার গরমিল দেখতে পান কর্তৃপক্ষ । সন্দেহ গিয়ে পড়ে ব্যাঙ্কের ক্যাশিয়ার সহ তিন কর্মীর উপর । শুরু হয় ব্যাঙ্কের তরফে জিজ্ঞাসাবাদ । কিন্তু, তাঁরা কিছুতেই গরমিলের হিসেব দিতে রাজি হননি বলে অভিযোগ ।