কাঁকিনাড়া, 15 সেপ্টেম্বর : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গতকাল কাঁকিনাড়া স্টেশনে মৃত্যু হয়েছিল বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবকের । দুষ্কৃতীরা সংখ্যায় তিনজন ছিল । আজ সেই ঘটনায় মহম্মদ আলি ও মহম্মদ ছোটু নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । আর এক অভিযুক্ত মহম্মদ ইমরান বোমা ছোড়ার সময় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ তাকে হেপাজতে নিলেও এখনও গ্রেপ্তার করেনি । কাঁকিনাড়া কাটাপুকুর পাঁচ নম্বর সাইডিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছোটু ও আলিকে । আজ শিয়ালদা আদালতে তোলা হয় তাদের ।
কৃষ্ণনগরের ভীমপুরের বাসিন্দা ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস (37) । গত এক বছর ধরে বিহারে এক চিকিৎসকের কমপাউন্ডার হিসেবে কাজ করতেন তিনি । গত বৃহস্পতিবার দাদা সত্যজিৎ বিশ্বাসের মৃত্যু সংবাদ পান । তাই তড়িঘড়ি কেশব কুমার নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে শুক্রবার রাত দুটো নাগাদ ডাউন মজফ্ফরপুর প্যাসেঞ্জারে কাঁকিনাড়ায় আসেন । স্টেশনে নেমে তিনি অপেক্ষা করছিলেন কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরার জন্য । অভিযোগ, সেই সময় বিশ্বজিৎ ও কেশবের সামনে এসে দাঁড়ায় ছোটু, আলি ও ইমরান । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি । এরপরই বিশ্বজিৎকে লক্ষ্য করে বোমা ছোড়ে ওই দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই মৃত্যু হয় বিশ্বজিতের । মৃতদেহটিকে উদ্ধার করে রেল পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা বোমাবাজি করেছিল ।