ব্যারাকপুর, 10 মে : সাংসদ অর্জুন সিংয়ের ক্ষোভ প্রদর্শনের পরই সক্রিয় হল পুলিশ ৷ মঙ্গলবার ব্যারাকপুরের সাংসদের বাড়ির সামনে বোমা ছোড়ার ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ ৷ ধৃতদের নাম অভিষেক চৌধুরী, বিকাশ চৌধুরী এবং সূরজ পাঠান ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিতে নেমে সাফল্য পায় পুলিশ ৷ তারা নিশ্চিত সাংসদের বাড়ির সামনে বোমা নিক্ষেপের ঘটনায় যুক্ত রয়েছে এই তিনজনই (Three Arrested in bombing incident in front of MP Arjun Singh house) ৷ তবে ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টায় পুলিশ ৷ এদিকে ভাটপাড়ার কাঁকিনাড়ায় বোমাবাজির ঘটনায় বিজয় সাউ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
ভাটপাড়ার জগদ্দলে মজদুর ভবনের সামনে সোমবার সন্ধেয় একটি কৌটো বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ বোমাটি বিস্ফোরণ না-হলেও ওই সময় মজদুর ভবন অর্থাৎ, বাড়ির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ খবর পেয়ে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের পাটশিল্প নিয়ে উদ্বিগ্ন বিজেপি সাংসদ ৷ যিনি রাজ্যে পাটশিল্পের হাল ফেরাতে সম্প্রতি দিল্লিতে গিয়ে আলোচনা সেরে এসেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও ৷ নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও কীভাবে দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার সাহস হয়, প্রশ্ন তোলেন অর্জুন।