বাদুড়িয়া, 18 এপ্রিল : হাঁসখালি, বোলপুর, পিংলার পর বাদুড়িয়া । রাজ্যে ফের অভিযোগ উঠল গণধর্ষণের (Allegation of Gang Rape in Baduria ) ৷ এক্ষেত্রে অভিযোগ, নাবালিকাকে গণধর্ষণের পর তাকে ও তার প্রেমিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷ এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ তিনি অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে হুমকি, মারধর, ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি বাদুড়িয়া থানা এলাকায় ৷ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী সে ৷ স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তার ৷ তাদের বিয়েও ঠিক হয়েছিল ৷ রবিবার হবু বরের সঙ্গে বাদুড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই নাবালিকা । রাতে সেখান থেকেই প্রেমিকের সঙ্গে বাড়ি ফিরছিল ওই নাবালিকা । অভিযোগ, ফেরার পথে অন্ধকার রাস্তায় তাদের পথ আটকায় তিন দুষ্কৃতী । এরপর, কিছু বুঝে ওঠার আগেই ওই যুবককে মারধর করে ওই নাবালিকাকে টেনে একটি ঝোপের মধ্যে নিয়ে যায় ওই দুষ্কৃতীরা ৷ অভিযোগ, সেখানেই ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় ৷