পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণের দাবিতে বিষ খাইয়ে খুন, একমাস পর পুলিশের জালে তিন - দেগঙ্গার অপরাধের খবর

গতরাতে মৃতার শ্বশুর, শাশুড়ি ও দেওরকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দেন ।

Lady poisoned in deganga
ছবি

By

Published : Sep 6, 2020, 7:17 PM IST

দেগঙ্গা, 6 সেপ্টেম্বর : পণের দাবিতে যুবতিকে বিষ খাইয়ে খুনের ঘটনায় প্রায় একমাস পর পলাতক শ্বশুর, শাশুড়ি ও দেওরকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিশ । ধৃতরা হল শ্বশুর রাজ্জাক মণ্ডল, শাশুড়ি নুরনেহার বিবি ও দেওর আনারুল মণ্ডল । গতরাতে দেগঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের । খুনের ঘটনায় আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল মৃতার শওহর মনিরুল মণ্ডল । এবার বাকি তিন অভিযুক্ত শ্বশুর,শাশুড়ি ও দেওরকেও গ্রেপ্তার করল পুলিশ । আজ দুপুরে ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দেন ।

বছর দেড়েক আগে দেগঙ্গার যাদবপুর পশ্চিম পাড়ার বাসিন্দা মনিরুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরের ডালিয়া বিবির (22) । বিয়ের সময় নগদ টাকা-সহ অন্যান্য সামগ্রী দেওয়ার পরও অতিরিক্ত টাকার জন্য ডালিয়ার উপর চাপ সৃষ্টি করা হত বলে অভিযোগ । এমনকি,মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হত বলেও অভিযোগ উঠেছে । মৃতার আব্বা মেকাইল মল্লিক পুলিশকে জানিয়েছেন সম্প্রতি একটি মোটর সাইকেলের দাবি করে মনিরুল । তা দিতে না পারায় ডালিয়ার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় । এরপরই 5 অগাস্ট মারধর করে জোর করে মেয়েকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি । এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 11 অগাস্ট কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় ডালিয়ার ।

আরও পড়ুন :মূক ও বধির বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ, পলাতক অভিযুক্ত প্রতিবেশী

ঘটনার পরই জামাই মনিরুল মণ্ডল, শ্বশুর রাজ্জাক মণ্ডল , শাশুড়ি নুরনেহার বিবি ও দেওর আনারুল মণ্ডলের বিরুদ্ধে দেগঙ্গা থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছিল । ঘটনার পর থেকে শওহর-সহ চার অভিযুক্তই পলাতক ছিল । ঘটনার এক সপ্তাহ পর পুলিশের হাতে ধরা পড়েছিল মনিরুল । তবে,পলাতক বাকি তিনজনকে কিছুতেই ধরা যাচ্ছিল না । অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দেগঙ্গায় এক আত্মীয়ের বাড়ি থেকে পলাতক ওই তিনজনকে হাতেনাতে ধরে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details